Chief Minister Swanirvar Parivar Yojana is assisting 500 families in Sonamura.
সবুজ ত্রিপুরা
২৯ জুন
মঙ্গলবার
বিশেষ প্রতিনিধি:- বন দপ্তর এবং কৃষি ও কৃষক কল্যাণ দপ্তর থেকে নলছড় ব্লকের শিবনগর গ্রাম পঞ্চায়েতে ৫০০ পরিবারকে মুখ্যমন্ত্রী স্বনির্ভর পরিবার
যোজনায় বিভিন্ন ফলের চারা এবং সবজির বীজ দিয়ে সাহায্য করা হয়েছে। বন দপ্তর থেকে ২০০ পরিবারকে মুখ্যমন্ত্রী স্বনির্ভর পরিবার যোজনায় এই সহায়তা
দেওয়া হয়েছে। কৃষি ও কৃষক কল্যাণ দপ্তর থেকে মুখ্যমন্ত্রী স্বনির্ভর পরিবার যোজনায় বিভিন্ন ধরনের বীজ দেওয়া হয়েছে ৩০০টি পরিবারকে। অনুষ্ঠানে
উপস্থিত ছিলেন নলছড় পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান জহর ঘোষ, শিবনগর গ্রাম পঞ্চায়েতের প্রধান। পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান জহর ঘোষ বলেন,
মুখ্যমন্ত্রী স্বনির্ভর পরিবার যোজনায় চলতি অর্থ বছরে ব্লক এলাকার ৯টি গ্রাম পঞ্চায়েত ও ভিলেজে মৎস্য দপ্তর, কৃষি দপ্তর, বন দপ্তর, প্রাণী সম্পদ বিকাশ
দপ্তর থেকে ১ হাজার ৯৬টি পরিবারকে এই যোজনায় সহায়তা দেওয়া হবে।
0 মন্তব্যসমূহ