রাজ্যের পাঁচ লক্ষ পরিবার পাচ্ছে মুখ্যমন্ত্রী স্বনির্ভর পরিবার যোজনায় সহায়তা - Sabuj Tripura News

Five lakh families in the state are getting assistance in Chief Minister Swanirvar Parivar Yojana.

সবুজ ত্রিপুরা 
২৯ জুন 
মঙ্গলবার

বিশেষ প্রতিনিধি:- রাজ্যে মুখ্যমন্ত্রী স্বনির্ভর পরিবার যোজনায় পাঁচ লক্ষ পরিবারকে অর্থকরি ফসল চাষের আওতায় আনা হয়েছে। রাজ্যে ২০২০-২১ অর্থ 

বছর থেকে এই কর্মসূচি রূপায়ণের কাজ শুরু হয়েছে। দুটি পর্যায়ে এই যোজনায় কৃষকদের সহায়তা দেওয়া হবে। প্রথম পর্যায় দুই লক্ষ পরিবার ও দ্বিতীয় পর্যায়ে 

তিন লক্ষ পরিবার এই যোজনায় উপকৃত হবেন।এমজিএন রেগা, এমআইডিএইচ ও রাজ্য পরিকল্পনার বরাদ্দ অর্থে এই যোজনায় রাজ্যের নির্বাচিত পরিবারদের 

আত্মনির্ভর করে তুলতে সহায়তা দেওয়া হচ্ছে। এজন্য ব্যয় হবে ১৩ কোটি ৮১ লক্ষ ৮৭ হাজার ৫০০ টাকা। উদ্যানপালন ও ভূমিসংরক্ষণ দপ্তরের অধিকর্তা 

ফনিভূষণ জমাতিয়া জানান, চলতি অর্থবছরে রাজ্যের আটটি জেলায় দুই লক্ষ পরিবারকে বিভিন্ন ধরণের ফল, সবজি ও অর্থকরি ফসলের চারা দেওয়া হবে। 

ইতিমধ্যেই রাজ্যে এই কর্মসূচি রূপয়াণের কাজ শুরু হয়েছে। তিনি জানান, মুখ্যমন্ত্রী স্বনির্ভর পরিবার যোজনায় উদ্যানপালন ও ভূমি সংরক্ষণ দপ্তরের 

কর্মসূচিতে দক্ষিণ ত্রিপুরা জেলায় ২৭ হাজার ৮০০ পরিবার, গোমতী জেলায় ৩২ হাজার ২৫৫ পরিবার, সিপাহীজলা জেলায় ৩৪ হাজার ১৬৯ পরিবার, পশ্চিম 

ত্রিপুরা জেলায় ২৫ হাজার ৪০৫ পরিবার, খোয়াই জেলায় ২৪ হাজার ৪২৫ পরিবার, ধলাই জেলায় ২৭ হাজার ১৪৩ পরিবার, ঊনকোটি জেলায় ১২ হাজার 

৮২৩ পরিবার ও উত্তর ত্রিপুরা জেলায় ১৫ হাজার ৮৯২ পরিবার উপকৃত হবেন।এজন্য ব্যয় হবে ৫.৮৩ কোটি টাকা, উদ্যানপালন ও ভূমি সংরক্ষণ 

দপ্তরেরঅধিকর্তা আরও জানান, ২০২২-২৩ অর্থবছরে রাজ্যে তিন লক্ষ পরিবারকে মুখ্যমন্ত্রী স্বনির্ভর পরিবার যোজনায় ফল, সবজি ও অর্থকরি ফসল চাষের আওতায় আনা হবে।


আরো পড়ুন 



একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Close Menu