বনদপ্তরের উদ্যোগে অভিযান চালিয়ে আটক গাড়ি সহ লক্ষাধিক টাকার বালু তুলার অবৈধ মেশিন - Sabuj Tripura News

Illegal sand machines worth lakhs of rupees including seized vehicles were raided at the initiative of the forest department.

সবুজ ত্রিপুরা 
২৯ জুন 
মঙ্গলবার

বিশালগড় প্রতিনিধি:- বিশালগড় চড়িলাম বনদপ্তরের উদ্যোগে সোমবার দুটি জায়গায় অভিযান চালিয়ে কয়েক লক্ষাধিক টাকার বালু তুলার অবৈধ মেশিন 

উদ্ধার করেন। ঘটনার সূত্রে জানা যায় গোকুলনগর টিএসআর ক্যাম্প সংলগ্ন এলাকায় টিআর০১যে১৮৮৮ নাম্বারের একটি ডিআই গাড়িসহ বালু তুলার 

অবৈধ মেশিন আটক করে বনদপ্তরের কর্মীরা। ঘটনাস্থল থেকে গাড়ির চালক পালিয়ে যেতে সক্ষম হয়। দ্বিতীয় পর্যায়ে জেলা বনদপ্তরের কর্মীরা জম্পুইজলা 

আর ডি ব্লকের অন্তর্গত নদী সংলগ্ন এলাকা থেকে একটি অবৈধ বালু তোলার মেশিন উদ্ধার করেন।বর্তমানে কিছু বনদস্যুরা প্রতি নিয়ত জম্পুইজলা এলাকার 

বনজ সম্পদ নষ্ট করে বাঁকা পথে টাকা রোজগার করে যাচ্ছে। আর এই সমস্ত বনদস্যুদের দমন করার জন্য সোমবার  বনদপ্তর কর্মীরা দুটি অভিযান করেন। 

এই অভিযানে বনদপ্তরে ভালো সাফল্য এসেছে বলে মনে করেন বনদপ্তর আধিকারি সুশান্ত দাস। তাছাড়া আগামী দিনে বনদস্যুদের প্রতি এ অভিযান জারি থাকবে বলে জানান আধিকারিকরা।

আরো পড়ুন 


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Close Menu