A helpless mother who was tortured by her son.
সবুজ ত্রিপুরা
২৯ জুন
মঙ্গলবার
বক্সনগর প্রতিনিধি:- এক হ্নদয় বিদারক ঘটনা সোনামুড়া থানাধীন ময়নামা গ্ৰাম পঞ্চায়েতর ৪নং ওয়ার্ডে, নির্যাতনের শিকার ৪৫ বছর বয়সী এক মা।
বিচার না পেয়ে সংবাদ মাধ্যমের দারস্থ। সোনামুড়া থানাধীন ময়নামা গ্ৰাম পঞ্চায়েতর ৪নং ওয়ার্ডের মুখশেদা খাতুন স্বামী মৃত জলফু মিয়া, উনার দুই ছেলে
এক মেয়ে, স্বামী জলফু মিয়া বেশ কয়েক বছর আগে বিদ্যুৎ পৃষ্ট হয়ে মারা যান।তখন থেকেই মা মুখশেদা খাতুন অনেক কষ্টে ছেলে মেয়েকে বড় করে তুলেন।
কিন্তু এখন দুই ছেলে মা ছেড়ে আলাদা হয়ে যায়। নিজ নিজ সংসার নিয়ে ব্যস্ত তারা, মুখশেদা খাতুনের অভিযোগে ছেলের বিয়ের পর থেকে মিছিল মিয়া তার
মায়ের উপর নির্যাতন চালায়, গত ২৩ জুন মুখশেদা খাতুন ছেলের ঘর থেকে কাঠের টুকরো নিয়ে আসে তাতে ঘটে বিপত্তি। ছেলে মাকে পছন্ড মারধর করে,
শেষ পর্যন্ত লাঠি দিয়ে শরীলের পিছন দিকে আঘাত করে। যে চিত্র সংবাদ মাধ্যমে তুলে ধরা মতো নয়, আর তাতে মুখশেদা খাতুন বেহুঁশ হয়ে পড়েন।
উনার চিৎকার শুনে পাশের বাড়ির লোক উনাকে হাসপাতালে নিয়ে যান। উনি কিছুটা সুস্থ হওয়ার পর বাড়িতে এসে গ্ৰাম প্রধানকে জানন বিষয়টি এমনি কি
থানায় লিখিত অভিযোগে করেন। মুখশেদা খাতুনের অভিযোগ, এক সাপ্তাহ ধরে প্রধান এবং পুলিশের কাছে ঘুরে কোনো বিচার পাচ্ছেন না তিনি। অন্য দিকে
এখন বাড়ি থেকে বের করে দিবে এমনকি মা কে খুন করবে বলে হুমকি দিয়ে যাচ্ছে ছেলে মিছিল মিয়া। অসহায় মুখশেদা খাতুন চোখের জল ছেড়ে সংবাদ
মাধ্যমের কাছে ঘটনা তুলে ধরেন। এখন দেখার বিষয় অসহায় মুখশেদা খাতুন বিচার পান কিনা।
0 মন্তব্যসমূহ