গত ২৪ ঘন্টায় আক্রান্ত ২১৯, সুস্থ ৪৩৯, মৃত্যু তিন - Sabuj Tripura News

In the last 24 hours, 219 were infected, 439 were healthy and three died.

সবুজ ত্রিপুরা 
২৯ জুন 
মঙ্গলবার

বিশেষ প্রতিনিধি:- ত্রিপুরায় রাজ্যে গত ২৪ ঘন্টায় করোনা আক্রান্ত হয়েছেন ২১৯ জন। গত ২৪ ঘন্টায় সুস্থ হয়েছেন ৪৩৯ জন এবং মৃত্যু হয়েছে তিন জনের। 

গতকাল মোট টেস্ট করা হয়েছে ৪,৫৩৪ জন লোকের। গতকাল টেস্টের ভিত্তিতে পজিটিভিটি রেইট ৪.৮৩%। জেলা ভিত্তিক করোনা আক্রান্তের মধ্যে পশ্চিম 

ত্রিপুরা জেলায় বেশী ছিল। এর মধ্যে উত্তর ত্রিপুরা জেলায় করোনা আক্রান্তের হার কিছুটা কমেছে। জেলা ভিত্তিক করোনা আক্রান্তের মধ্যে, পশ্চিম ত্রিপুরা 

জেলায়- ৭৭ জন, উত্তর ত্রিপুরা জেলায়- ১৬ জন, দক্ষিন ত্রিপুরা জেলায়- ১৮ জন, ঊনকোটি জেলায়-৩০ জন, গোমতী জেলায়- ১৮ জন, খোয়াই তে- ১৬জন

ধলাই জেলায় - ৩১ জন, সিপাহীজলা জেলায় - ১৩ জন। এখন পর্যন্ত রাজ্যে করোনায় মোট আক্রান্ত হয়েছেন ৬৪ হাজার ৮৬৩ জন, রাজ্যে করোনায় মৃত্যু 

হয়েছে মোট ৬৭২ জনের, এখন পর্যন্ত রাজ্যে করোনায় সুস্থ হয়েছেন মোট ৬১ হাজার ৭০ জন। বর্তমানে রাজ্যে করোনা আক্রান্ত রোগী রয়েছেন ৩,০৫৫ জন।

আরো পড়ুন 



একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Close Menu