গাড়ির চাকার নিচে পড়ে নিহত এক যুবক - Sabuj Tripura News

A young man was killed when he fell under the wheel of a car.

সবুজ ত্রিপুরা 
২৯ জুন 
মঙ্গলবার

বক্সনগর প্রতিনিধি:- কলমচৌড়া থানাধীন পুটিয়া গ্রাম পঞ্চায়েতের ৬ নং ওয়ার্ড এলাকার নজরুল ইসলাম(৩১) নামের এক যুবক দুর্ঘটনায় নিহত হন। যুবকের 

পিতার নাম বারেক মিয়া। বাড়ি কলমচৌড়া থানাধীন পুটিয়া গ্রাম পঞ্চায়েতের ৬ নং ওয়ার্ড এলাকায়। কিছুদিন পূর্বে নজরুল ইসলাম আগরতলায় জয়নগরে 

নজরুল ইসলাম বোনের বাড়িতে বেড়াতে যান। বোনের বাড়ি আসার পর বর্ডার গোলচক্কর বাজারে যান জিনিস পত্র ক্রয় করতে। সেখান থেকে ফেরার 

পথেই যুব সংঘ এলাকায় এসে টি আর০১এজি১৫১৭ নম্বরের ট্রিপার গাড়ির চাকার নিচে পড়ে মারাত্মকভাবে জখম হন সেখান থেকে ফায়ার 

সার্ভিস কর্মীরা নজরুল ইসলামকে জিবি হাসপাতালে নিয়ে যান। কর্তব্যরত চিকিৎসক তাকে সেখানে মৃত বলে ঘোষণা করেন। নজরুলের মৃত্যু সংবাদ 

এলাকায় পৌঁছাতেই পরিবারে নেমে আসে শোকের ছায়া। মঙ্গলবার ময়না তদন্ত করার পর মৃতদেহ নিজ বাড়ীতে নিয়ে আসা হয়। মঙ্গলবার বিকাল তিন 

ঘটিকার সময় নিজ বাড়িতে নজরুল ইসলাম এর সমাধি দেওয়া হয়। নজরুল ইসলাম এর অকাল মৃত্যুতে পরিবারের লোকজন কান্নায় ভেঙ্গে পড়েন।মৃত্যুকালে নজরুল ইসলাম স্ত্রী ও দুই সন্তানকে রেখে যান।

আরো পড়ুন 



একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Close Menu