বন্ধুর নাম সুদীপ সংস্থার উদ্যোগ তেলিয়ামুড়ায় সামাজিক কার্যক্রম - Sabuj Tripura News

Friend's name is Sudip Sangathan initiative Social activities in Teliamura.

সবুজ ত্রিপুরা 
৩০ জুন 
বুধবার

তেলিয়ামুড়া প্রতিনিধি:- রাজ্যের প্রাক্তন স্বাস্থ্য মন্ত্রী তথা রাজ্যের বিধায়ক সুদীপ রায় বর্মনের অনুপ্রেরণায় সুদীপ বন্ধু অনুগামীরা ২৮ তেলিয়ামুড়া বিধানসভা 

কেন্দ্রর তেলিয়ামুড়ায় গরীব দুঃস্থ্য মানুষ সহ রিক্সা, অটো, ইরিক্সা এবং বহি রাজ্যের লরি চালকদের মধ্যে বুধবার মাস্ক, স্যানিটাইজার, সাবান সহ নিত্য 

প্রয়োজনীয় সামগ্রী তুলে দেন। এদিনের এই ত্রাণ সামগ্রী বন্টনে উপস্থিত ছিলেন বন্ধুর নাম সুদীপ সংস্থার তেলিয়ামুড়ার কোঅর্ডিনেটর অনিতা পাল সহ সংস্থার 

অন্যান্য কার্যকর্তারা। পরে বন্ধুর নাম সুদীপ সংস্থার তেলিয়ামুড়ার কোঅর্ডিনেটর অনিতা পাল জানান, করোনা অতিমারির দ্বিতীয় ঢেউয়ের সময় 

কালে বন্ধুর নাম সুদীপ সংস্থার কর্মকর্তারা রাজ্যের বিভিন্ন প্রান্তের ন্যায় বুধবার তেলিয়ামুড়া স্থিত অম্পি চৌমুনি জাতীয় সড়কে নিত্য প্রয়োজনীয় সামগ্রী গরীব 

দুঃস্থদের মধ্যে প্রদান করেন। পরে তিনি এও বলেন আগামী দিনে তাদের এরকম কর্মসূচি জারি থাকবে।


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Close Menu