At the same time publication of Five books in Dharmanagar.
সবুজ ত্রিপুরা
৩ জুলাই
শনিবার
ধর্মনগর প্রতিনিধি:- বর্তমান কোভিড পরিস্থিতিতে সম্পূর্ণ কোভিড বিধি মেনে শুক্রবার ধর্মনগরে প্রকাশিত হলো পাঁচটি বই। প্রকাশিত বই গুলোর মধ্যে নাট্যগ্রন্থ, কাব্যগ্রন্থ, লিটল ম্যাগাজিন রয়েছে।
শুক্রবার বেলা সাড়ে এগারটা নাগাদ ধর্মনগর বাবুর বাজার স্থিত নাট্য দল লারনার্স এডুকেশন্যাল সোসাইটির মহড়াগৃহ নাট্যসৃষ্টিতে নাট্যকার তথা বার্তজীবি স্বরূপ ঘোষ(সান) এর সভাপতিত্বে অনুষ্ঠিত এক নান্দনিক অনুষ্ঠানের মধ্য দিয়ে বই প্রকাশ অনুষ্ঠানটি সম্পন্ন হয়।
অনুষ্ঠানের শুরুতেই প্রারম্ভিক বক্তব্য রাখেন প্রজন্মচত্বর লিটল ম্যাগাজিনের সম্পাদক জ্যোতির্ময় রায়। রাজ্যের বরেণ্য শিল্পী চিন্ময় রায়, কবি প্রদীপ চৌধুরী, দিলীপ চৌধুরী, ঋষি জনেশায়ন চাকমা, কবি সুমিতা ধর বসু ঠাকুরের প্রয়ানে শোকজ্ঞাপন করা হয়।
এছাড়াও আলোচনায় অংশ নেন 'পাখি সব করে রব' নামক লিটল ম্যাগাজিনের সম্পাদক পীযূষকান্তি দাস বিশ্বাস, রাজ্যের প্রবীন নাট্যকার মতিলাল দে, কবি সমর চক্রবর্তী, লারনার্স এডুকেশন্যাল সোসাইটির সভাপতি মনিদীপ দাস সুমন।
শুক্রবার প্রকাশিত বই গুলো হলো রাজ্যের বিশিষ্ট নাট্য ব্যাক্তিত্ব মতিলাল দে রচিত দ্বিতীয় সিলেটি নাট্যগ্রন্থ 'ইন্দুর দৌড়র খেইড়', কবি সুবল চক্রবর্তীর প্রথম কাব্যগ্রন্থ 'কে কার সখা', কবি কিশোর রঞ্জন দের তৃতীয় কাব্যগ্রন্থ 'অসুখ থেকে উঠলে মায়ের হাতের রান্না চাই'।
কবি সাহিত্যিক তথা বার্তা জিবি জ্যোতির্ময় রায়ের চতুর্থ কাব্যগ্রন্থ 'সমর্পিত আত্মার বেদ', ও একটি ছোট গল্পের ছোট কাগজ 'সময়ের পরিভাষা'। কোভিড বিধি মেনে এই নান্দনিক অনুষ্ঠানে ধর্মনগরের বিশিষ্ট প্রগতিকামী মানুষেরাও উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান শেষে রাজ্যের বরেন্য কবি পীযূষ কান্তি দাস বিশ্বাস অনুষ্ঠানের সফলতার সাথে সাথে আগামীতে এমন উদ্যোগ জারি থাকবেন বলে জানান।
তিনি আরো বলেন, সেটা হলো শুধু প্রচার উচ্ছ্বাস প্রকাশই আমাদের লক্ষ্য নয়, কোরোনা কালের এই দুঃসহ সময়ে এইসব অনুষ্ঠানই মূলত আমাদের অক্সিজেন।
একটা নাটকের দল যেভাবে আজ তাদের হৃদয়ে আমাদের গ্রহণযোগ্য করে তুললেন, তা তুলনাহীন। এই হৃদয়-সংবাদ সর্বত্র ছড়িয়ে পড়ুক, এটাই কামনা করি।
0 মন্তব্যসমূহ