গর্তের জলে পড়ে মৃত্যু নিষ্পাপ ভাই বোনের - Sabuj Tripura News

Innocent brothers and sisters fell into the water and died.

সবুজ ত্রিপুরা 
৩ জুলাই
শনিবার

বিশেষ প্রতিনিধি:- পৃথিবীতে আসার পর রঙিন দুনিয়ার কোন কিছু বুঝে উঠার আগেই, সকলের মায়া, মমতা মোহ ত্যাগ করে চিরবিদায় নিল দুটি নিষ্পাপ প্রাণ। 

নাম আফরোজা আক্তার বয়স ছয় বছর এবং ফৈসল আহমেদ বয়স পাঁচ বছর। বাড়ির ধারের একটি পরিত্যক্ত গর্তে পড়ে মৃত্যু হয় ভাই ও বোনের। ঘটনাটি ঘটে কমলাসাগর বিধানসভা এলাকার মধুপুর থানাধিন ফুলতলি গ্রামে। 

জানাযায় ফারুক মিয়ার একমাত্র পুত্র ফৈসল আহমেদ(৫) ও উনার ভাই ইয়াসিন মিয়ার একমাত্র কন্যা আফরোজা আক্তার(৬) ছোট দুই ভাইবোন খেলার ছলে বাড়ির পাশের একটি জলভর্তি গর্তে পড়ে যায়। 

কিন্তু বহুসময় শিশুদুটির মা বাবা ও আত্মীয় পরিজনেরা বিষয়টি আচ করতে পারেনি। দীর্ঘ একটা সময় পেরিয়ে গেলে দুই পরিবার মিলে শিশুদের খুঁজতে শুরু করে। 

একটা সময় বাড়ির পাশের গর্তে তাদের দেখা যায়। সঙ্গে সঙ্গে মধুপুর হাসপাতালে নিয়ে গেলে সেখান থেকে তাদের হাপানিয়া হাসপাতালে রেফার করা হয়। 

কিন্তু হাঁপানিয়া হাসপাতালের কর্তব্যরত ডাক্তার বাবুরা তাদের মৃত বলে ঘোষণা করেন। এই ঘটনায় গোটা এলাকায় শোকের ছায়া নেমে আসে।

আরো পড়ুন 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Close Menu