ফাঁসিতে আত্মঘাতী গৃহবধূ ঘটনা বিশালগড় থানার অন্তর্গত নারাওরা এলাকায় - Sabuj tripura

সবুজ ত্রিপুরা 
৯ জুলাই
শুক্রবার

বিশালগড় প্রতিনিধি:ফাঁসিতে আত্মঘাতী এক গৃহবধূ ঘটনা বিশালগড় থানার অন্তর্গত নারাওরা এলাকায় ঘটনার বিবরণে জানা যায় গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা সাতটা নাগাদ নারাওরা এলাকার 
গৃহবধূ পিংকি দাস নট্র নিজ শ্বশুর বাড়িতে ঘরের বারান্দায় গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে বাড়ির লোকজন দেখতে পেয়ে 
তড়িঘড়ি ঝুলন্ত অবস্থায় থেকে নামিয়ে বিশালগড় মহকুমা হাসপাতালে নিয়ে আসে বিশালগড় মহাকুমা হাসপাতালে কর্তব্যরত 
চিকিৎসক অনেক প্রচেষ্টা চালিয়ে চিকিৎসায় ব্যর্থ হয়ে হাপানিয়া হাসপাতালে রেফার করে হাপানিয়া হাসপাতালে নিয়ে যাওয়ার পর 

হাসপাতাল কর্তৃপক্ষ মৃত বলে ঘোষণা করে গৃহবধূ  পিংকি দাস নট্রের ময়না তদন্ত করার পর পরিবারের হাতে তুলে দেয় এদিকে পরিবারের 
লোকজন জানায় পরিবারে কোন ঝামেলা নেই এখন প্রশ্ন হল যদি কোন ঝামেলা না থাকে তাহলে এত বড় পদক্ষেপ কেন? এখন পুলিশের তদন্ত সমস্ত কিছু বেরিয়ে আসবে।

 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Close Menu