বাম জমানায় পেয়েছেন কেবল আশ্বাস এখন নুতন সরকারের সময়ে সমস্যা একই তিমিরে - Sabuj Tripura

সবুজ ত্রিপুরা 
৯ জুলাই
শুক্রবার

তেলিয়ামুড়া প্রতিনিধি:-আটের দশকে সৃষ্টি হওয়া মনুষ্য বসতি বাঁশবাগান শিবিরের রাস্তাঘাট কঙ্কালসার। ২৫ বছরের সুদীর্ঘ বাম জমানা এবং বর্তমান সরকারের সময়েও রাস্তার সমস্যা একই 

তিমিরে। অথচ এই শিবিরের বাসিন্দারা বিগত বাম জমানা থেকে যাতায়াত করার জন্য রাস্তায় ইট সোলিং করার জন্য বহুবার দাবি জানিয়েছিলেন।

তৎকালীন সময়ের বাম নেতারা এবং  প্রশাসন শিবির বাসীদের কেবল আশ্বাস দিয়েছিল। শিবির বাসীরা পূর্বের ন্যায় বর্তমান সরকারের আমলেও নেতা প্রশাসন থেকে কেবল আশ্বাস পাচ্ছেন রাস্তা সংস্কার 

করার ব্যাপারে। এমনই অভিযোগ বাঁশবাগান শিবির বাসীদের। এই শিবিরে প্রায় দুই শতাধিকের বেশি মানুষজন বসবাস করে। শিবিরের বাসিন্দারা অধিকাংশই কৃষক শ্রেণীর। অভিযোগ রাস্তার এমন বেহাল 

দশা কোন যানবাহন চলাচল করতে পারে না। এলাকার কোন মুমূর্ষ রোগীকে  তেলিয়ামুড়া মহাকুমা হাসপাতালে নিয়ে আসতে হলে শিবির বাসীদের যাতায়াত করতে গিয়ে বিভিন্ন ভাবে বেগ পেতে হয়। বর্তমানে বর্ষাকাল চলছে। বর্ষণের জেরে শিবিরের রাস্তাঘাট গুলি 

ভগ্নদশার চূড়ান্ত সীমায় পৌঁছায়। যদিও রাস্তায় ইট সোলিং করা হবে বলে একটি শীল পাথর রাস্তার সম্মুখে বসানো হয়। কিন্তু শীল পাথরটি বসানো হলেও ভগ্নদশা রাস্তা সংস্কারের উদ্যোগ নিচ্ছে না প্রশাসন। এমন ভগ্নদশা রাস্তা ঘাটের বাস্তব চিত্র তেলিয়ামুড়া আরডি ব্লকের অধীনে গামাই বাড়ি গ্রাম পঞ্চায়েতে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Close Menu