তেলিয়ামুড়া বিজেপি এবং যুব মোর্চার উদ্যোগে হাসপাতাল এবং আর ডি ব্লকে বৃক্ষরোপন কার্যক্রম - Sabuj Tripura News

Teliamura BJP and Juba murcha initiated tree planting activities in the hospital and RD block.

সবুজ ত্রিপুরা 
৫ জুলাই
সোমবার

তেলিয়ামুড়া প্রতিনিধি:- বর্তমান পরিস্থিতিতে অক্সিজেনের ঘাটতি কমাতে বৃক্ষরোপন অত্যন্ত গুরুত্বপূর্ণ। এক্ষেত্রে সকলকে এগিয়ে এসে বৃক্ষরোপন করা প্রয়োজন। 

এরই অঙ্গ হিসাবে ২৮ তেলিয়ামুড়া বিজেপি মন্ডল এবং যুব মোর্চা মন্ডলের উদ্যোগে সোমবার সকাল ৮ ঘটিকায় তেলিয়ামুড়া মহকুমা হাসপাতাল এবং তেলিয়ামুড়া আর ডি ব্লক প্রাঙ্গনে বৃক্ষরোপন করা হয়। 

এই অনুষ্ঠানে তেলিয়ামুড়া বিধানসভা কেন্দ্রের বিধায়িকা তথা রাজ্য বিধানসভার মুখ্য সচেতক কল্যাণী রায়ের উপস্থিতিতে বিভিন্ন প্রজাতির চারা গাছ রোপন করা হয়। 

এদিনের এই অনুষ্ঠানে বিধায়িকা ছাড়াও উপস্থিত ছিলেন বিজেপি তেলিয়ামুড়া মন্ডল সভাপতি রঞ্জিত সূত্রধর। যুব মোর্চার প্রাক্তন সভাপতি অচিন্ত্য ভট্টাচার্য, বিজেপি নেতা গোপাল বর্মন, বিধান চৌধুরী সহ অন্যান্যরা। 

এদিন এই সম্পর্কে বলতে গিয়ে তেলিয়ামুড়া বিধানসভা কেন্দ্রের বিধায়িকা কল্যাণী রায় বলেন, এই বৃক্ষরোপন অনুষ্ঠান সারা বছরই আমরা উৎসবের আকারে পালন করবো।

আরো পড়ুন 


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Close Menu