নানান কর্মসূচির মধ্য দিয়ে উদয়পুরে এবিভিপির প্রতিষ্ঠা দিবস পালন - Sabuj Tripura

সবুজ ত্রিপুরা 
৯ জুলাই
শুক্রবার


বিশেষ  প্রতিনিধিঃ অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের ৭৩ তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে উদয়পুর নেতাজী সুভাষ মহাবিদ্যালয় এর অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ ইউনিটের উদ্যোগে দুই দিনব্যাপী কর্মসূচির 

আয়োজন করা হয়। উক্ত কর্মসূচিতে প্রথমদিন কলেজ চত্বরে সাফাই অভিযান সহ আরও নানান সামাজিক কর্মসূচি করা হয়। তাছাড়া বিদ্যার্থী পরিষদ এর প্রতিষ্ঠা দিবস অর্থাৎ ৯ জুলাই সকালে নেতাজী 
সুভাষ মহাবিদ্যালয় কলেজ চত্বরে পতাকা উত্তোলন করা হয়। তারপর উদয়পুর ত্রিপুরা সুন্দরী মহকুমা হাসপাতালে সমস্ত রোগের চিকিৎসক সেবিকা এবং সাফাই কর্মীদের মধ্যে মিষ্টি ফল সহ আরও 

নানান খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।তাছাড়া মাতাবাড়ি কল্যাণ সাগরের সমস্ত কচ্ছপ ও মাছ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়,মাতাবাড়ি এলাকার সমস্ত ভবঘুরেদের খুঁজে খুঁজে তাদের হাতে দেওয়া হয় 
খাবারের প্যাকেট।অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ এর সামাজিক কর্মকাণ্ডে সর্বত্র প্রশংসার উঠছে।নেতাজী সুভাষ মহাবিদ্যালয় অখিল 
ভারতীয় বিদ্যার্থী পরিষদ ইউনিটে সমস্ত কার্য কর্তারা এই দুই দিনব্যাপী কর্মসূচিতে অংশগ্রহণ করে প্রতিষ্ঠা দিবস কে সাফল্যমন্ডিত করেন।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Close Menu