সবুজ ত্রিপুরা
১২ জুলাই
১২ জুলাই
সোমবার
তেলিয়ামুড়া প্রতিনিধি:- মরণ ব্যাধি করোনা পরিস্থিতির প্রভাব পরল তেলিয়ামুড়া মৃৎশিল্পীদের উপর। এমন অবস্থা বিগত ২০২০ সাল থেকে বর্তমান সময়কাল পর্যন্ত দুর্বিসহ অবস্থার মধ্য দিয়ে তারা দিন
গুজরান করছেন। এই করোনা পরিস্থিতির সময়কালে রাজ্যের বিভিন্ন অংশের মানুষজন সরকারি সাহায্য-সহায়তা পেলেও মৃৎশিল্পীরা সরকারি সাহায্য-সহায়তা থেকে বঞ্চিত। কথা হচ্ছিল তেলিয়ামুড়া
শিববাড়ি স্থিত মৃৎশিল্পী সুভাষ রুদ্র পালের সাথে। আগামী মঙ্গলবার গোটা রাজ্যে বিপত্তারিণী দেবীর পুজো। পূর্বে মৃৎশিল্পীরা এই পুজো
অনুষ্ঠানকে কেন্দ্র করে এবং প্রতিমা তৈরি করে তাদের আয়-উপার্জন ভালো হতো। গত ২০২০ সাল থেকে করুনা ভাইরাসের দাপাদাপিতে মৃৎ শিল্পীদের কপালে চিন্তার ভাঁজ ফেলে দেয়। এই কঠিন সময় কালে বিভিন্ন পূজা পালির অনুষ্ঠানের জন্য মৃৎশিল্পীরা পূর্বের ন্যায় প্রতিমা
তৈরি করার অর্ডার পাননা মানুষ কাছ থেকে। কথা প্রসঙ্গে মৃৎশিল্পী সুভাষ রুদ্র পাল জানান পূর্বের ন্যায় প্রতিমা তৈরি করার জন্য যেমন অর্ডার পাওয়া যায় না মানুষের কাছ থেকে তেমনি প্রতিমা বিক্রিও অনেকটা হ্রাস হয়ে গেছে। স্বাভাবিকভাবেই মৃৎ শিল্পীদের আয়-উপার্জনও হ্রাস পেয়ে যায়। অন্যদিকে প্রতিমা তৈরীর বিভিন্ন অঙ্গা
পোষণের মূল্য বৃদ্ধি পেয়েছে। মাটি, খর, বাঁশ সহ বিভিন্ন সামগ্রী মূল্যবৃদ্ধি পেয়ে চলছে। ফলে বিভিন্ন দেবদেবীর প্রতিমার মূল্যও বৃদ্ধি পেয়েছে। কিন্তু করোনা পরিস্থিতিতে পুজো গুলিতে তেমন জৌলস নেই। এর পেছনে কারণ সাধারণ মানুষজন থেকে মৃৎশিল্পী অর্থনৈতিক ভাবে বিপর্যস্ত।
0 মন্তব্যসমূহ