বাম জমানায় নিম্ন মানের নির্মাণ কাজের খেসারত দিতে হচ্ছে সাধারণ গ্রামবাসীদের - Sabuj Tripura

সবুজ ত্রিপুরা 
১২ জুলাই
সোমবার

তেলিয়ামুড়া প্রতিনিধিঃ-বাম জমানায় দুর্নীতিগ্রস্ত নির্মাণ কাজের খেসারত দিতে হচ্ছে সাধারণ  গ্রামবাসীদের। ঘটনা তেলিয়ামুড়া মহাকুমার মুঙ্গিয়াকামি ব্লকের কাঁকড়া ছড়া এডিসি ভিলেজে। বিগত বাম জমানায় কেন্দ্রীয় সরকারের প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনা 
প্রকল্পের মাধ্যমে  তুইকর্মা  এডিসি ভিলেজ  থেকে হাজরা পাড়া পর্যন্ত সড়ক পথ নির্মাণ করা হয়। এই নির্মাণ কাজের দায়িত্বে থাকা এন.বি.সি.সি ঠিকাদার সংস্থা পেয়ে থাকলেও কাজটি করে স্থানীয় এক ঠিকাদার। কাজের শুরু থেকে নিম্নমানের কাজের  অভিযোগ স্থানীয় এলাকাবাসীর থাকলেও বাম  নেতাদের ছত্রছায়ায় থাকায় নিম্নমানের কাজ করেও পার পেয়ে যায়। পরে এলাকাবাসীরা নিম্নমানের কাজের 
অভিযোগ নিয়ে তৎসময়ে কোথাও যাওয়ার প্রয়োজন মনে করেনি । বর্তমানে এই রাস্তাটি মরণ ফাঁদে পরিণত হয়েছে। রাস্তা দিয়ে চলাফেরা করা দুর্বিসহ হয়ে দাঁড়িয়েছে। রাস্তা নির্মাণ কাজ নিম্নমানের হওয়াতে কয়েকদিন অতিক্রান্ত না হতে নিম্নমানের কাজ যে হয়েছে  
তার বাস্তব চিত্র উঠে আসে। রাস্তাটির  মেটেলিং উঠে পড়েছে।  এদিকে এক এলাকাবাসী জানান বর্তমানে রাস্তাটি ব্যবহার করার 
অযোগ্য হয়ে পড়েছে। যেমন মানুষ জন যাতায়াত করতে অসুবিধা হচ্ছে তেমনি যানবাহন চলাচল করতে অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে। যে কোন সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে বলে এলাকাবাসী দের অভিমত। বিশেষ করে অসুস্থ রোগীদের  হাসপাতালে নিয়ে যাওয়ার ক্ষেত্রে রাস্তাটি খারাপ হওয়াতে খুবই কষ্টকর হয়ে দাঁড়িয়েছে। এখন দেখার বিষয় বাম সরকারের দুর্নীতি বর্তমান সরকার কি ধরনের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেন।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Close Menu