সবুজ ত্রিপুরা
১২ জুলাই
১২ জুলাই
সোমবার
ধর্মনগর প্রতিনিধি:- দীর্ঘদিন থেকে একটি চোর চক্র ধর্মনগর সরকারি খাদ্য গুদাম থেকে চাল চুরি করে চলেছে। আগেও বহুবার তা নিয়ে নানা অভিযোগ উঠেছে।কিন্তু রবিবার উত্তর জেলা পুলিশ
সুপারের নেতৃত্বে খাদ্য গুদামের চুরি হওয়া চালসহ প্রায় ৬ জন কে গ্রেফতার করল পুলিশ ।ঘটনার বিবরণে জানা যায় রবিবার সকালে এফসিআই ডিপো ম্যানেজার রঞ্জিত সিংহকে গুদামের নিরাপত্তা রক্ষীরা ফোন করে জানান শনিবার গভীর রাতে গুদামের দরজার তালা ভেঙে চোরের দল চাল চুরি করেছে। সে মোতাবেক খবর পেয়েই
ম্যানেজার চুরি হওয়া গুদামের দরজা খুলে দেখতে পায় সংশ্লিষ্ট গুদাম থেকে প্রায় ১৪৫ বস্তা চাল গায়েব। সঙ্গে সঙ্গে ম্যানেজার ধর্মনগর থানায় গিয়ে একটি চুরির মামলা দায়ের করেন। মামলা
দায়েরের সাথে সাথেই ধর্মনগর থানার ওসি মিলনকান্তি দত্ত বিষয়টি উত্তর জেলা পুলিশ সুপারের নজরে নেন।জেলা পুলিশ সুপারের নেতৃত্বে রবিবার সকাল থেকেই শুরু হয় তদন্ত। পুলিশি তদন্ত সাপেক্ষে পুলিশ সুপারের নেতৃত্বে বিশাল টিম প্রথমে এফসিআই-র
সংশ্লিষ্ট যে গুদাম থেকে শনিবার রাতে চাল চুরি হয়েছিল ঐ গুদামটি পরিদর্শন করেন। পরবর্তীতে গোপন খবরের ভিত্তিতে পুলিশ সুপার ভানুপদ চক্রবর্তী, ধর্মনগর মহকুমা পুলিশ আধিকারিক ও ধর্মনগর থানার ওসি ও একাধিক ইন্সপেক্টরদের নিয়ে বিশাল পুলিশবাহিনী বটরশি জোড় কালবাট এলাকার মৃত্যুঞ্জয় পালের গুদামে হানা দেয়।
এদিকে এই চুরির সাথে জড়িতরা পুলিশি হানার আচ পেয়ে যে যেদিকে পালে পালাতে শুরু করে ।তিন জন মৃত্যুঞ্জয় পালের দোকানের পেছনের একটি ডোবার জলে ঝাঁপ দিলে তাদের ধরতে জলে ঝাঁপিয়ে পরে টিএসআর ও পুলিশ বাহিনী। জেলা পুলিশ সুপারের নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী আগে থেকেই গোটা এলাকা ঘেরাও করে রেখেছিল।ফলে চোরাকারবারিরা পালাবার চেষ্টা করলে বিশাল পুলিশবাহিনী তাদের পিছু ধাওয়া করে মৃত্যুঞ্জয় পালসহ মোট
৬ জন কে আটক করে।আটককৃতরা হলেন মোঃ সূরজ আহমেদ সুলতান (৩৯) পিতা মৃত ঝিনকু সেখ,ধুবরি আসাম, মোঃ মুস্তাফা আহমেদ(২৫) পিতা আব্দুল করিম,বাড়ি পশ্চিম বটরশি রাহুল আহমেদ(২৫) পিতা আব্দুল কালাম ,বাড়ি ঢুপিরবন্দ, মোঃ বিল্লাল রহমান(৩২) পিতা একলাস আলি বাড়ি সিগনাল বস্তি, মোঃ কামরুল ইসলাম(২৬) পিতা মোঃ সোনাই মিয়া বাড়ি পশ্চিম বটরশি, মৃত্যুঞ্জয় পাল(২৪) পিতা মনোজ পাল বাড়ি জোড় কালভাট এলাকায়। অর্থাৎ
আটককৃত দের একজন আসামের বাসিন্দা বাকিরা স্থানীয় এলাকার বাসবাস কারি। তবে এও ধারনা করা হচ্ছে যে কয়েকজন কারবারি গাঢাকাদিতে সক্ষম হয়েছেন। এই ঘটনায় ধর্মনগর সরকারি খাদ্য গুদামের শনিবার রাতে পাহারারত নিরাপত্তারক্ষীদের ভূমিকা নিয়ে সন্দেহ দেখা দিয়েছে। কেননা গুদামের নিরাপত্তারক্ষীদের পাহারারত অবস্থায় কিভাবে চোরের দল তালা ভেঙে গাড়ি করে ১৪৫ বস্তা চাল নিয়ে চম্পট দিল । এ বিষয় নিয়ে রহস্য দেখা দেওয়াটাই স্বাভাবিক। ধারণা করা হচ্ছে ওই চোর চক্রের সাথে গুদামের পাহারারত হোম গার্ড অর্থাৎ নিরাপত্তারক্ষীদের যোগসাজশ থাকতে পারে। পুলিশি তদন্ত সকল রহস্যের উদঘাটন হবে। জানা গেছে আটককৃত দের জিজ্ঞাসাবাদ করে পুলিশ একটি গাড়ি আটক করতেও সক্ষম হয়েছে।
0 মন্তব্যসমূহ