সবুজ ত্রিপুরা
১৭ জুলাই
শনিবার
১৭ জুলাই
শনিবার
পানিসাগর প্রতিনিধি:- বৎসর দেড়েক যাবত করোনা নামক মরণব্যাধি ভাইরাস গোটা পৃথিবী সহ সারা ভারত বর্ষ, তথা আমাদের ছোট্ট রাজ্য ত্রিপুরাতেও জীবনযাত্রার অনেক পরিবর্তন ঘটিয়ে দিয়েছে। ভাটা পড়েছে ব্যবসা-বাণিজ্য। সবথেকে বেশি ক্ষতিগ্রস্ত
হয়েছেন রাজ্যের ছোট ছোট ফুটপাতের ফল সবজি ব্যবসায়ী গন। বিগত বছরগুলোতে দেখা যেত ত্রিপুরার পাহাড় অঞ্চলের সুপারি কলা পেঁপে কাঁঠাল লেবু ইত্যাদি ফসল ক্রয় করতে বহির রাজ্য থেকে
ক্রেতারা ত্রিপুরা রাজ্যে আসতেন। পাইকারিভাবে বিক্রির জন্য হাট বসত বিভিন্ন বাজার এলাকায়। একেকটা স্থানের বাজার এক এক ফসলের জন্য প্রসিদ্ধ হয়ে উঠেছিল। সেই অনুসারে উত্তর ত্রিপুরা
জেলার পানিসাগর মহাকুমা পাইকারি কাঁঠাল বিক্রয়ের এক বিশাল বাজার ছিল। প্রতিবছর বহির রাজ্যে রপ্তানির জন্য কাঁঠাল বিক্রেতারা তাদের প্রসারা নিয়ে উপস্থিত থাকতেন শত শত গাড়ি কাঁঠাল সুপারি
লেবু ইত্যাদি ফসল রপ্তানি হয়ে যেত। তাতে স্থানীয় কৃষক দের ভাল অর্থ উপার্জন হত। কিন্তু এবছর করোনা পরিস্থিতির কারণে বহি রাজ্য
থেকে ক্রেতারা আসতে না পারার কারণে এলাকার কৃষকরা কাঁঠাল নিয়ে বাজারে আসছে না। তাই প্রতিদিন বাজার ফাঁকা হয়ে আছে।
এলাকার কৃষকদের সাথে কথা বলে জানা যায় করোনাভাইরাস ফসল বিক্রি করার সব রাস্তা বন্ধ করে দিয়েছে। আর কবে যে সেই পুরাতন বাজার পরিস্থিতি ফিরে আসবে একমাত্র ঈশ্বর ছাড়াই বলার উপায় নেই।
0 মন্তব্যসমূহ