১৮ জুলাই
তেলিয়ামুড়া প্রতিনিধি:-ছোট ছেলের বন্দুকের গুলিতে বিদ্ধ হয়ে গুরুতর আহত জন্মদাত্রী মা এবং বড় ভাই। বর্তমানে তাদের চিকিৎসা চলছে ত্রিপুরা রাজ্যের রেফারেল হাসপাতাল জি বি তে।
গুরুতর আহত হয় রবি চরন দেববর্মার পত্নী স্বর্ণালী দেববর্মা এবং ছেলে রাজকুমার দেববর্মা।ঘটনা শনিবার রাতে তেলিয়ামুড়া মহকুমার মুঙ্গিয়াকামী থানাধীন নুনাছড়া এডিসি ভেলিজের কালীচরণ পাড়াতে
সংবাদে জানা যায় তেলিয়ামুড়া শহর থেকে চড়াই-উৎরাই পার করে প্রায় ২৫ কিলোমিটার প্রত্যন্ত এলাকা তথা নুনাছড়া এ.ডি.সি ভিলেজের কালীচরণ পাড়া। প্রতিদিনের মত রবিচরন দেববর্মা
জুমের কাজ শেষ করে খাওয়া-দাওয়া করে। পারিবারিক কলহের জের টেনে রবি চরণ দেববর্মার ছোট ছেলে সাজেস দেববর্মা সাথে বড় ছেলে রাজকুমার দেববর্মা এবং স্ত্রী স্বর্ণালী দেববর্মার কথা কাটাকাটি
হয়। কোন এক সময় সাজেশ দেববর্মা বন্দুক নিয়ে এসে নিজের জন্মদাত্রী মা স্বর্ণালী দেববর্মা এবং বড় ভাই রাজকুমার দেববর্মার উপর গুলি চালিয়ে দেয়।
যদিও গুলি দু জনের পায়ের মধ্যে লাগে। তাতে গুরুতর আহত হয় দুজনেই। গুলির আওয়াজ শুনে এলাকাবাসীরা রবি চরণ দেববর্মার বাড়িতে ছুটে গিয়ে গুরুতর আহত অবস্থায় দুজনকে তেলিয়ামুড়া
মহকুমা হাসপাতালে নিয়ে আসে। তেলিয়ামুড়া হাসপাতলে গুলি বের করার কোন পদ্ধতি না থাকায় হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য প্রাথমিক চিকিৎসার পর জিবি হাসপাতালে
রেফার করে দেন। এদিকে এ ঘটনার পর এলাকাবাসীদের আনাগোনা দেখে ঘটনা স্থল থেকে চম্পট দিয়ে জঙ্গলে গা ঢাকা দেয় সাজেশ। এদিকে সাধারন জনগনের মনে প্রশ্ন সাজেশ দেববর্মা বন্দুক কোথা
থেকে পেল । যদিও উগ্রপন্থীদের আনাগোনা ওই এলাকায় নেই বললেই চলে। তাহলে সেই বন্দুক টি এলো কোথা থেকে।নাকি সাজেশ
দেববর্মার সাথে রাজ্যের নিষিদ্ধ জঙ্গী সংগঠনের কোনো যোগসূত্র রয়েছে। পুলিশ প্রকৃত তদন্ত করলে আসল রহস্য উদ্ঘাটন হবে বলে মনে করছে সচেতন মহল।
0 মন্তব্যসমূহ