গোপন খবরের ভিওিতে সোনামুড়া ময়নামা এলাকা থেকে জেনেটার ও সমিল উদ্ধার - Sabuj Tripura

সবুজ ত্রিপুরা 
১৬ জুলাই
শুক্রবার
 

বক্সনগর প্রতিনিধি।। সোনামুড়া থানাধীন বক্সনগর ব্লক এলাকার ময়নামা পঞ্চায়েত এরিয়া থেকে গোপন খবরের ভিওিতে অভিযান 

চালিয়ে  একটি জেনেরেটর সহ চোরাই কাঠের সমিল উদ্ধার করে বক্সনগর ফরেস্ট প্রোডাকশন ইউনিট নেতৃত্ব ছিল বক্সনগর ফরেস্ট 

রেঞ্জ অফিসার বুলবুল দাস ও ফরেস্ট প্রোডাকশন ইউনিট এর ইনচার্জ চিন্ময় মালাকার সহ অন্যনা অফিসার গন বাজেয়াপ্ত করা 


পন্য গুলোর বাজার মূল্য ৩ লক্ষ টাকা বলে জানিয়েছেন বক্সনগর ফরেস্ট রেঞ্জ অফিসার বুলবুল দাস আগামী দিনে ও এ ধরনের অভিযান জারি থাকবে বলে জানা যায়।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Close Menu