সবুজ ত্রিপুরা
১৬ জুলাই
শুক্রবার
বিশালগড় প্রতিনিধি:-চরিলাম আর ডি ব্লকের অন্তর্গত ধারিয়া থল এডিসি ভিলেজ এ নন্দনকানন জেবি স্কুল টির মাটির পরিত্যক্ত ঘর
বর্তমানে নেশার আঁতুড়ঘর হিসাবে পরিণত হয়েছে। সন্ধ্যা হতেই এলাকার কিছু সমাজ দ্রোহী বহিরাগতদের মিলে নেশার আসর জমায়
বলে অভিযোগ এলাকাবাসীদের। যদিও এলাকাবাসী এই ঘরটি ভাংগার বিষয়ে নন্দনকানন জেবি স্কুল কর্তৃপক্ষকে জানিয়েছেন।
নন্দনকানন জেবি স্কুল এর ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক তিনি বিদ্যালয় পরিদর্শক কে জানিয়েছেন বলে অভিযোগ করেন। এছাড়া তিনি
ধরিয়া থল এডিসি ভিলেজে জানিয়েছেন বলেও তিনি জানান। চরিলাম এলাকার একাংশ যুবক সন্ধ্যা হলেই ওই নন্দনকানন জেবি
স্কুলের পরিত্যক্ত ঘরটিতে বিভিন্ন নেশা ট্যাবলেটসহ আসর জমায়। এখানে উল্লেখ্য বিশ্রামগঞ্জ থানা দিন ধারিয়া থল এডিসি ভিলেজ এর নন্দন কানন জেবি স্কুল।
আরো পড়ুন
0 মন্তব্যসমূহ