ত্রিপুরায় গত ২৪ ঘন্টায় আক্রান্ত ৪৩১, সুস্থ ১৫০, মৃত্যু পাঁচ - Sabuj Tripura News

In Tripura, 431 people were infected, 150 were healthy and five died in the last 24 hours.

সবুজ ত্রিপুরা 
১ জুলাই
বৃহস্পতিবার

বিশেষ প্রতিনিধি:- ত্রিপুরায় রাজ্যে গত ২৪ ঘন্টায় করোনা আক্রান্ত হয়েছেন ৪৩১ জন। গত ২৪ ঘন্টায় সুস্থ হয়েছেন ১৫০ জন এবং মৃত্যু হয়েছে পাঁচ জনের। 

গতকাল মোট টেস্ট করা হয়েছে ৮,৪২৫ জন লোকের। গতকাল টেস্টের ভিত্তিতে পজিটিভিটি রেইট ছিল ৫.১২%। জেলা ভিত্তিক করোনা আক্রান্তের মধ্যে পশ্চিম ত্রিপুরা জেলায় বেশী ছিল। 

জেলা ভিত্তিক করোনা আক্রান্তের মধ্যে, পশ্চিম ত্রিপুরা জেলায়- ৯৮ জন, উত্তর ত্রিপুরা জেলায়- ৪৮ জন, দক্ষিন ত্রিপুরা জেলায়- ৫৩ জন, ঊনকোটি জেলায়-৪৮ জন, গোমতী জেলায়- ৫৪ জন, খোয়াই তে- ৪৫ জন ধলাই জেলায় - ৫১ জন, সিপাহীজলা জেলায় - ৩৪ জন। 

এখন পর্যন্ত রাজ্যে করোনায় মোট আক্রান্ত হয়েছেন ৬৫ হাজার ৭৭০ জন। এখন পর্যন্ত রাজ্যে করোনায় মৃত্যু হয়েছে মোট ৬৭৯ জনের। 

রাজ্যে করোনায় সুস্থ হয়েছেন মোট ৬১ হাজার ৬০০ জন। বর্তমানে রাজ্যে করোনা আক্রান্ত রোগী রয়েছেন ৩,৪২৫ জন।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Close Menu