নির্যাতনের শিকার অসহায় মা এর খোঁজ নিতে গেলেন সোনামুড়া নাগরিক অধিকার মঞ্চের প্রতিনিধি দল - Sabuj Tripura News

A delegation of Sonamura Civil Rights Forum went to search for the helpless mother.

সবুজ ত্রিপুরা 
১ জুলাই
বৃহস্পতিবার

বক্সনগর প্রতিনিধি:- নির্যাতনের শিকার অসহায় মা এর খোঁজ নিতে উনার বাড়িতে ছুটে গেলেন সোনামুড়া নাগরিক অধিকার মঞ্চের এক প্রতিনিধি দল।

গত ২৩ জুন অসহায় মা মুখশেদা খাতুন উনার ছেলে মিছিল মিয়ার হাতে নির্যাতনের শিকার হন। কিন্তু প্রশাসনের দারস্থ হয়ে বিচার না পেয়ে এক সপ্তাহ পর সংবাদ মাধ্যমের দারস্থ হন। 

সংবাদ প্রকাশের পর প্রশাসনের দৌড়যাপ শুরু হয়। কিন্তু অভিযুক্ত ছেলে কে এখন আটক করতে পারেনি পুলিশ। তাই বুধবার নাগরিক অধিকার মঞ্চের কর্মীরা মহিলার বাড়িতে গিয়ে খোঁজ খবর নেন। 

এবং এই ঘটনার নিন্দা জানান সাথে আর্থিক সহায়তা প্রদান করে। তার সাথে সাথে অসহায় মা কে সঠিক বিচার পেয়ে দেওয়া আশ্বাস দেন। 

তারপর প্রতিনিধি দলটি সোনামুড়া থানায় গিয়ে প্রশাসনের সাথে কথা বলেন এবং প্রশাসনও আশ্বাস দেয় অতি সত্বর অভিযুক্ত ছেলে কে আইনের আওতায় আনা হবে। 

এই দিন উপস্থিত ছিলেন নাগরিক অধিকার মঞ্চের সম্পাদক ডঃ জাহিরুল হক, মাওলানা আবুল খায়ের, মাওলানা ইয়াসিন মিয়া, জামাল হোসেন প্রমুখ।

আরো পড়ুন 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Close Menu