কমছে করোনা আক্রান্তের সংখ্যা, গত ২৪ ঘন্টায় রাজ্যে করোনা আক্রান্তের বিবরন - Sabuj Tripura News

সবুজ ত্রিপুরা
১৫ জুন
মঙ্গলবার

বিশেষ প্রতিনিধি:- রাজ্যে করোনা আক্রমনের গ্রাফ গত কয়েক দিনের তুলনায় কিছুটা নিম্নমুখী হয়েছে। রাজ্যে গত ২৪ ঘন্টায় করোনা আক্রান্ত হয়েছেন ২৩৫ জন, গত ২৪ ঘন্টায় সুস্থতার হার অনেকটা বেড়েছে। 

গত ২৪ ঘন্টায় সুস্থ হয়েছেন ৭৪৩ জন, মৃত্যু হয়েছে ৪ জনের। পজিটিভিটি রেইট ৪.৬৩%, টেস্ট করা হয়েছে ৫,০৭৫ জন লোকের। জেলা ভিত্তিক করোনা আক্রান্তের মধ্যে পশ্চিম ত্রিপুরা জেলায় সবচেয়ে বেশী। 

জেলা ভিত্তিক করোনা আক্রান্তের মধ্যে, পশ্চিম ত্রিপুরা জেলায় - ৮১ জন, উত্তর ত্রিপুরা জেলায় - ২০ জন, দক্ষিন ত্রিপুরা জেলায় - ৩৪ জন, ঊনকোটি জেলায় - ২০ জন, গোমতী জেলায় - ২০ জন, খোয়াই জেলায় - ১২ জন, ধলাই জেলায় - ৩১ জন, সিপাহীজলা জেলায় - ১৭ জন। 

এখন পর্যন্ত রাজ্যে করোনায় মোট আক্রান্ত হয়েছেন ৫৯ হাজার ৩২১ জন, করোনায় মৃত্যু হয়েছে মোট ৬২১ জনের, রাজ্যে করোনায় সুস্থ হয়েছেন মোট ৫৪ হাজার ২১৪ জন।

আরো পড়ুন 


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Close Menu