ইন্টারভিউতে যাওয়ার পথে দুর্ঘটনায় নিহত বোন আহত ভাই - Sabuj Tripura News

সবুজ ত্রিপুরা
১৫ জুন
মঙ্গলবার

ধর্মনগর প্রতিনিধি:- মর্মান্তিক যান দুর্ঘটনায় মৃত্যু হল যুবতীর। ঘটনা মঙ্গলবার সকালে পানিসাগর মহাকুমার পানিটিলা এলাকায়। জানা গেছে পানিসাগর মহকুমার দামছড়ার বাসিন্দা জনি হালাম ও উনার ভাই ভোলা হালাম স্কুটিতে করে একটি ইন্টারভিউ দেওয়ার উদ্দেশ্যে আগরতলার পথে রওনা দেন। 

আগরতলা যাওয়ার পথে পানিসাগর পানিটিলা এলাকায় আসতেই একটি সাদা রঙের গাড়ি উল্টো দিক থেকে সজোরে এসে তাদের স্কুটিতে জোরে ধাক্কা দেয়। সঙ্গে সঙ্গে ও ভাই বোন স্কুটি সহ মাটিতে লুটিয়ে পড়েন। এতে জনি হালামের মাথায় গুরুতর আঘাত লাগায় প্রচুর রক্তক্ষরণ হয়। 

পরবর্তীতে তাদের ঘটনাস্থল থেকে চিকিৎসার জন্য পানিসাগর হাসপাতালে পাঠালে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক দুইজনকেই উন্নত চিকিৎসার জন্য ধর্মনগর জেলা হাসপাতালে রেফার করেন। ধর্মনগর জেলা হাসপাতালে আশার খানিক পরেই জনি হালামের মৃত্যু হয়। 

উনার ভাই ভোলা হালামের অবস্থাও বর্তমানে আশংকা জনক। জানা গেছে মৃতা জনি হলাম নার্সিং এর ছাত্রী ছিলেন। নার্সিং এর ইন্টারভিউ দিতে যাওয়ার পথেই উনার এই করুন মৃত্যু। এই ঘটনায় গোটা জেলায় শোকের ছায়া নেমে এসেছে।

আরো পড়ুন 



একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Close Menu