বিশালগড় প্রতিনিধি:- বিশালগড় ১ নং ওয়ার্ডের গৌতম নগর এলাকা থেকে আজ সকালে ৬২ বছর বৃদ্ধের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করা হয়। গতকাল মঙ্গলবার সন্ধ্যা থেকে নিখোঁজ ছিলেন রতন দেব নামে এক বয়স্ক ব্যক্তি।
বাড়ির লোকজন অনেক খোঁজাখুঁজি করার পর ঐ বৃদ্ধ লোককে খুঁজে পাননি আজ সকাল ৬টা ৩০ মিনিট নাগাদ ১ নং ওয়ার্ডের গৌতম নগর রেল ব্রিজ সংলগ্ন চা বাগানের একটি গাছে ঝুলন্ত মৃতদেহ দেখতে পায় এলাকার জনগণ। পরবর্তী সময়ে খবর পাঠানো হয় বিশালগড় থানায়।
তারা ছুটে এসে একটি মামলা হাতে নিয়ে ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করে নিয়ে যায় বিশালগড় মহকুমা হাসপাতালে ময়না তদন্তের জন্য। এদিকে জানা যায় মৃত ব্যক্তি আরো কয়েকবার বিষপান করে আত্মহত্যার করার চেষ্টা করে ছিলেন। মৃত ব্যক্তির স্ত্রী দুই ছেলে এবং তিন মেয়ে আছে। মেয়ে বিয়ে দেওয়া পর সংসার সুখের ছিল কিন্তু কী কারণে মৃত্যু তা এখনও স্পষ্ট জানা যায়নি।
0 মন্তব্যসমূহ