International Yoga Day celebrated at Dharmanagar in North Tripura district.
সবুজ ত্রিপুরা
২২ জুন
মঙ্গলবার
বিশেষ প্রতিনিধি:- বর্তমান করোনা পরিস্থিতিতে গোটা দেশের সাথে তাল মিলিয়ে আমাদের রাজ্যে ও পালিত হল সপ্তম বিশ্ব যোগা দিবস। সেই সাথে বাদ যায়নি উত্তর জেলার ধর্মনগর মহকুমাও।
উত্তর ত্রিপুরা জেলার ধর্মনগরে গতকাল আন্তর্জাতিক যোগা দিবস উদযাপিত হয়েছে। জেলা যুব বিষয়ক ও ক্রীড়া দপ্তরের উদ্যোগে জেলাভিত্তিক এই অনুষ্ঠানটি আয়োজিত হয় ধর্মনগর বিবেকানন্দ সার্ধ শতবার্ষিকী ভবন অডিটোরিয়ামে।
অনুষ্ঠানের উদ্বোধন করেন ত্রিপুরা বিধানসভার উপাধ্যক্ষ বিশ্ববন্ধু সেন। উপস্থিত ছিলেন উত্তর ত্রিপুরা জেলার ক্রীড়া আধিকারিক বিভাবসু গোস্বামী।
কোভিড-১৯ গাইডলাইন মেনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। বর্তমান করোনা পরিস্থিতির কথা মাথায় রেখে ছোট পরিসরে করোনা বিধি নিষেধকে মান্যতা দিয়ে এই দিনটি পালন করা হয়।
আরো পড়ুন
0 মন্তব্যসমূহ