ইলেকট্রিক কর্পোরেশন গ্রাহকদের সুবিধার্থে নিয়ে এসেছে অনলাইন বিল পেমেন্ট ব্যবস্থা - Sabuj Tripura News

Electric Corporation has introduced online bill payment system for the convenience of the customers.

সবুজ ত্রিপুরা 
২২ জুন 
মঙ্গলবার

বিশেষ প্রতিনিধি:- ত্রিপুরা স্টেট ইলেকট্রিসিটি কর্পোরেশন তার গ্রাহকদের পুরোনো সকল ইলেকট্রিক মিটার বদল করে নুতন প্রিপেড মিটার সংযুক্ত করার কাজ শুরু করেছে এবং তা প্রায় সকল ইলেক্ট্রিক সাব ডিভিশনে শুরু হয়েগেছে এবং ধাপেধাপে পুরো রাজ্যে তা বদল করা হবে। 

কিন্তু এই নুতন প্রযুক্তিতে সকল গ্রাহকের এখনও উপযুক্ত অভিজ্ঞতার অভাব রয়েছে যার জন্য তাদের অনেক অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে গ্রাহকরা বুঝে উঠতে পারছেন না কখন তাদের মিটার রিচার্জ করাবেন কি ভাবেই বা করাবেন। 

এত দিন গ্রাহকে তাদের ইলেকট্রিক বিল কালেকশন সেন্টারে গিয়ে রিচার্জ করতে হত যার জন্য তাদের অনেক অসুবিধার সম্মুখীন হতে হত বিশেষ করে যে দিন ইলেকট্রিক বিল কালেকশনের ক্যাশ কাউন্টার বন্ধ থাকত। 

তাছাড়া রাতে তাদের রিচার্জ শেষ হয়গেলে তখন তাদের রিচার্জ করার আর কোনো উপায় ছিল না। গ্রাহকে পরের দিন ইলেকট্রিক অফিস খুলার অপেক্ষা করতে হত।তাই গ্রাহক দের এই সব অসুবিধার কথা মাথায় রেখে ত্রিপুরা স্টেট ইলেকট্রিক

কর্পোরেশন গ্রাহক দের জন্য Online electricity bill payment বেবস্থা নিয়ে এসেছে । এখন দেখে নিন একজন গ্রাহক কিভাবে Online ইলেকট্রিক বিল পেমেন্ট করবেন।

১/ প্রথমে  tsecl.in ওয়েবসাইট খুলুন।

২/ Prepaid meter recharge  ক্লিক করুন।

৩/ তারপর আপনার Consumer No , Amount এবং Mobile No দিন।

৪/ নির্দিষ্ট Amount confirm করতে হবে।

৫/ Amount pay now ক্লিক করুন ।

৬/ তারপর payment mode selection করুন (UPI/Debit Card/Credit Card/Net Banking etc.)

৭/ Generate Token ক্লিক করুন । 

৮/ ২০ সংখ্যার টোকেন নাম্বার জেনারেট হবে।

তারপর আপনার প্রিপেইড মিটারের কালো ঢাকনা খুলে *২০ডিজিট টোকেন নম্বর# দিতে হবে ।

তার পর রিচার্জ কমপ্লিট।

আপনার বর্তমান প্রিপেইড মিটারের বেলেন্স চেক করার জন্য 5 নম্বর বোতাম টিপুন।


(বি:দ্র: - অনলাইন প্রিপেইড রিচার্জের ক্ষেত্রের মিটার রেন্ট, ফিক্সড চার্জ,টেক্স ইত্যাদি কাটা হয় না। তাই ৩ বার কিংবা ১৮০ দিন পর রিচার্জ করার জন্য মিটারে কার্ড টেপ করে অফিসে এসে রিচার্জ করতে হবে।)

আরো পড়ুন 


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Close Menu