আধুনিকীকরণ করা হচ্ছে তেলিয়ামুড়া মোটর স্ট্যান্ড যার জন্য বরাদ্দ হল পাঁচ কোটি টাকা - Sabuj Tripura News

সবুজ ত্রিপুরা 
২২ জুন 
মঙ্গলবার

তেলিয়ামুড়া প্রতিনিধি:- তেলিয়ামুড়াতে অত্যাধুনিক মোটর স্ট্যান্ড নির্মাণের জন্য রাজ্য সরকার পাঁচ কোটি টাকা বরাদ্দ করল। এতে এলাকার যেমন উন্নয়নের সুদূর প্রসার ঘটবে ঠিক তেমনি কিছু সংখ্যক বেকার যুবকের কর্মসংস্থানও হবে। 

কথাবার্তা বলতে গিয়ে এমনটা জানালেন রাজ্য বিধানসভার মুখ্য সচেতক কল্যাণী রায়। মূলত তেলিয়ামুড়া নেতাজি নগর স্থিত মোটর স্ট্যান্ডটি দৈন্যদশায় ভুগছিল। তা প্রত্যক্ষ করে এই মোটর স্ট্যান্ডটি আধুনিকতর করার জন্য এলাকার বিধায়িকা কল্যাণী রায় রাজ্যের মুখ্যমন্ত্রীর দ্বারস্থ হয়েছিলেন। 

মুখ্যমন্ত্রী রাজ্যের ডেভেলপমেন্ট ফান্ড বোর্ড থেকে পাঁচ কোটি টাকা মঞ্জুরি দেন এই মোটর স্ট্যান্ডটিকে অত্যাধুনিক করার জন্য। আগামী জুলাই মাস থেকে অত্যাধুনিক মোটর স্ট্যান্ড নির্মাণ কাজ শুরু হবে বলে জানান বিধায়িকা কল্যাণী রায়। তিনি এও বলেন, আগামী ২০২২ সালের মধ্যে মোটর স্ট্যান্ড নির্মাণ কাজ সম্পন্ন হবে। 

এতে এলাকায় উন্নয়ন হবে এবং কিছু সংখ্যক বেকার যুবকদের কর্মসংস্থান ও হবে। যদি এই মোটর স্ট্যান্ডের কাজ শুরু হয় তবে এলাকার উন্নয়নের ক্ষেত্রে শ্রীবৃদ্ধি ঘটবে অনেকাংশে। এমনটাই মনে করছে এলাকার অভিজ্ঞ মহল।

আরো পড়ুন 


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Close Menu