রাজ্যে গত ২৪ ঘন্টায় করোনা আক্রান্তের বিবরন - Sabuj Tripura News

Details of corona attacks in the last 24 hours in the state.

সবুজ ত্রিপুরা 
২২ জুন 
মঙ্গলবার

বিশেষ প্রতিনিধি:- রাজ্যে করোনা আক্রমনের গ্রাফ গত কয়েক দিনের তুলনায় কিছুটা নিম্নমুখী হয়েছে। রাজ্যে গত ২৪ ঘন্টায় করোনা আক্রান্ত হয়েছেন ১৭৫ জন। গত ২৪ ঘন্টায় সুস্থ হয়েছেন ৪৪৯ জন, মৃত্যু হয়েছে ৪ জনের। 

গতকাল মোট টেস্ট করা হয়েছে ৫,১৯৯ জন লোকের। পজিটিভিটি রেইট ৩.৩৭%,। জেলা ভিত্তিক করোনা আক্রান্তের মধ্যে পশ্চিম ত্রিপুরা জেলায় সবচেয়ে বেশী। 

জেলা ভিত্তিক করোনা আক্রান্তের মধ্যে, পশ্চিম ত্রিপুরা জেলায় - ৫৩ জন, উত্তর ত্রিপুরা জেলায় - ১৩ জন, দক্ষিন ত্রিপুরা জেলায় - ২০ জন, ঊনকোটি জেলায় - ১২ জন, গোমতী জেলায় - ২১ জন, খোয়াই জেলায় - ১৩ জন, ধলাই জেলায় - ২৯ জন, সিপাহীজলা জেলায় - ১৪ জন। 

এখন পর্যন্ত রাজ্যে করোনায় মোট আক্রান্ত হয়েছেন ৬২ হাজার ৩২৪ জন, এখন পর্যন্ত রাজ্যে করোনায় মৃত্যু হয়েছে মোট ৬৫১ জনের, রাজ্যে করোনায় সুস্থ হয়েছেন মোট ৫৮ হাজার ১২০ জন। বর্তমানে রাজ্যে করোনা আক্রান্ত রোগী রয়েছেন ৩,৪৮৯ জন।

আরো পড়ুন 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Close Menu