১৫ জুলাই
বৃহস্পতিবার
বিশালগড় প্রতিনিধি:-বুধবার চরিলাম ব্লকের আরালিয়া গ্রাম পঞ্চায়েতের রাজিব কলোনি স্কুলে ত্রিপুরা ভলেন্টিয়ার হেলথ এসোসিয়েশনের উদ্যোগে করোনা পজিটিভ পরিবারের হাতে খাদ্য সামগ্রী বিতরণ এবং স্বাস্থ্য বিষয়ক আলোচনা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে
উপস্থিত ছিলেন সিপাহী জলা জেলাশাসক বিশ্বশ্রী বি এছাড়া উপস্থিত ছিলেন ত্রিপুরা ভলেন্টিয়ার হেলথ এসোসিয়েশনের বোর্ড অফ
ডাইরেকটার ডক্টর শ্রীলেখা রায় আরালিয়া গ্রাম পঞ্চায়েতের প্রধান সত্যম সরকার। অনুষ্ঠানে আরালিয়া গ্রাম পঞ্চায়েত এলাকার করোনা পজিটিভ পরিবারের হাতে খাদ্য সামগ্রী সহ মাক্স তুলে দেন সিপাহী জলা জেলাশাসক। এছাড়াও সিপাহীজলা জেলার তিনটি ব্লকে
কোভিদ টিকাকরণ নিয়ে প্রচার গাড়ির শুভ সূচনা করেন জেলাশাসক বিশ্বশ্রী বি। আরালিয়া গ্রাম পঞ্চায়েতের রাজিব কলোনি
এলাকায় করোনা আক্রান্ত হয়ে মারা গিয়েছিলেন মিঠুন দেব উনার পরিবারের হাতে খাদ্য সামগ্রী তুলে দেওয়া হয়। সিপাহীজলা
জেলাশাসক বিশ্বশ্রী আলোচনা করতে গিয়ে বলেন কোভিদ পরিস্থিতিতে মাক্স, সামাজিক দূরত্ব বজায় রেখে চলার জন্য জনগণের কাছে আহ্বান রাখেন।
0 মন্তব্যসমূহ