১৫ জুলাই
ধর্মনগর প্রতিনিধি : সোমবার ,মঙ্গলবার তারপর বুধবার। পরপর ৩ দিন ধরে ধর্মনগর রাজবাড়ী দূর্গাপুর এলাকায় গড়ে উঠা অবৈধ জ্বালানি তেলের ঠেকে হানা দিল পুলিশ। বুধবার রাতের
পুলিশি হানার নেতৃত্ব দেন ধর্মনগরের মহকুমা পুলিশ আধিকারিক আইপিএস কান্তা জাঙ্গির ও অতিরিক্ত পুলিশ সুপার ফ্রান্সিস ডারলং।বুধবার দূর্গাপুর এলাকায় দীর্ঘ প্রায় ২ ঘন্টা যাবত চলে অবৈধ ভাবে জ্বালানি তেল মজুদ রাখার বিভিন্ন গোপনীয় স্থানে অভিযান।
অভিযান শেষে মহকুমা পুলিশ আধিকারিক জানান। গোপন খবরের ভিত্তিতে উত্তর জেলার অতিরিক্ত পুলিশ সুপার ফ্রান্সিস ডারলং সহ ধর্মনগর দূর্গাপুর রেলওয়ে গেট সংলগ্ন এলাকার বেশ কয়েকটি অবৈধ জ্বালানি তেলের ঠেকে হানা দেওয়া হয়। এই অভিযানে মোট পাঁচ
বেরেল জ্বালানি তেল উদ্ধার করে সক্ষম হয় পুলিশ । অভিযান চালানো হয় আলা উদ্দিন,নুর উদ্দিন,সাব উদ্দিনের বাড়িতে । তবে পুলিশ বুধবার কাউকে আটক করতে পারেনি । মহকুমা পুলিশ আধিকারিক জানিয়েছেন এধরণের অভিযান আগামী দিনেও জারি থাকবে ।
বুধবারের আগেও অবশ্য একি এলাকায় অর্থাৎ রাজবাড়ী দূর্গাপুর এলাকায় সোমবার ও মঙ্গলবারে মহকুমা পুলিশ আধিকারিকের নেতৃত্বে অভিযান চালিয়ে গত দু দিনে প্রায় ৪০০০ লিটার অবৈধ জ্বালানি উদ্ধার করা হয়েছিল।সাথে বেশ কিছু খালি তেলের ব্যারেল ও
একটি মারুতি ভ্যান আটক করা হয়েছিল। বুধবার আরো ৫ ব্যারেলে ১০০০ লিটার অবৈধ জ্বালানি উদ্ধার করা হয়। এবং এখন পর্যন্ত গ্রেফতার হয়েছে ১ জনকে। বাকি আরো কিছু অবৈধ জ্বালানির চোরাকারবারিদের পুলিশ গোপনে খোঁজছে।খুব শীঘ্রই তাদের জালে তুলবে।
0 মন্তব্যসমূহ