ভলান্টিয়ারি হেলথ অ্যাসোসিয়েশন ও নব চিন্তন ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে মাস্ক বিতরন কর্মসূচি - Sabuj Tripura News

Mask Distribution Program Initiated by Voluntary Health Association and Nab Chintan Welfare Society.

সবুজ ত্রিপুরা 
৫ জুলাই
সোমবার

তেলিয়ামুড়া প্রতিনিধি:- ভলান্টিয়ারি হেলথ অ্যাসোসিয়েশন অফ ত্রিপুরা এর সহযোগিতায় তেলিয়ামুড়া অন্যতম সামাজিক ও সাংস্কৃতিক সংস্থা নব চিন্তন ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে করা হয় সামাজিক কর্মসূচি। 

রবিবার সকালে শহরের উপর থাকা রিস্কা শ্রমিক, পথচলতি জনগণ, ব্যবসায়ী, পুলিশ, টিএসআর এবং ট্রাফিক পুলিশের হাতে মাস্ক, ও করোনা সচেতনতা মূলক লিফলেট তুলে দেওয়া হয়। 

উপস্থিত ছিলেন রাজ্য বিধানসভা মুখ্য সচেতক তেলিয়ামুড়া কেন্দ্রের বিধায়ক কল্যাণী রায়। বিধায়িকা জানান, নব চিন্তন ওয়েলফেয়ার সোসাইটি বরাবরই সমাজের স্বার্থে মানুষের স্বার্থে কাজ করে চলছে। 

আগামী দিনেও যাতে সংস্থার কর্ম প্রয়াস জারি থাকে তার জন্য তিনি আহব্বান রাখেন। বলাবাহুল্য সংস্থার সদস্যরা তেলিয়ামুড়া এলাকার বিভিন্ন বাজার জনবসতি গুলিতে করোনা সচেতনতা চালিয়ে যাচ্ছেন। 

সেই সাথে মাস্ক সাবান বিলি করছেন জনগণের মধ্যে। তাছাড়া প্রতিনিয়ত সামাজিক কর্মসূচি তাদের অব্যাহত রয়েছে যা প্রশংসার দাবি রাখে।

আরো পড়ুন 


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Close Menu