Drinkers with brown sugar arrested at the initiative of Premila Bahini.
সবুজ ত্রিপুরা
৫ জুলাই
সোমবার
খোয়াই প্রতিনিধি:-পহরমুরা এলাকার প্রমিলা বাহিনী দুই নেশা সেবনকারীকে হাতেনাতে ধরে উত্তমমধ্যম দিয়ে পুলিশের হাতে তুলে দেন।
ঘটনা পহরমুরা চা বাগানে রবিবার সন্ধ্যা সাত ঘটিকায়। খোয়াই থানাধিন লালটিলা এলাকার ১৮ বছরের দুই যুবক সজল নম ও শ্রীবাস দাস ব্রাউন সুগার সেবন করার জন্য সামগ্রী নিয়ে বসে বাগানে।
এরপর এলাকার প্রমিলা বাহিনীরা হাতেনাতে ধরতে যাওয়ায় দুই যুবক দৌড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে।
পরবর্তীতে দুই যুবককে ধরতে সক্ষম হয় প্রমিলা বাহিনী। কয়েকদিন যাবত সেবনকারীকে ধরার জন্য এলাকার প্রমিলা বাহিনীরা বাগানে উত পেতে বসে ছিল।
পরে খবর দেওয়া হয় খোয়াই থানায়। খোয়াই থানার পুলিশ একটি বাইক সহ দুই যুবক কে আটক করে থানায় নিয়ে যায়।
আরো পড়ুন
0 মন্তব্যসমূহ