দীর্ঘদিন ধরে বিদ্যুৎ না পেয়ে অবশেষে বিদ্যুৎ অফিসে তালা ঝোলালো গ্রাহকরা - Sabuj Tripura News

After not getting electricity for a long time, the customers finally locked the electricity office.

সবুজ ত্রিপুরা 
৩ জুলাই
শনিবার

বিশালগড় প্রতিনিধি:- বিশালগড় মহাকুমার দেশবন্ধু কলোনি বহুদিন ধরে বিদ্যুৎ পরিষেবা থেকে বঞ্চিত। 

দেশবন্ধু কলোনির জনগনের অভিযোগ বিশালগড় অফিস টিলা বিদ্যুৎ দপ্তরে একাধিকবার অভিযোগ করেও তারা বিদ্যুৎ পরিষেবা পাচ্ছেন না। 

তাই এলাকার জনগণ একত্রিত হয়ে বিশালগড় অফিস টিলা স্থিত বিদ্যুৎ অফিস ঘেরাও করেন। এবং বিদ্যুৎ কর্মীদের তালাবন্দি করে আটক করে রাখেন। 

তাদের দাবি যতক্ষন পর্যন্ত বিদ্যুৎ পরিষেবা স্বাভাবিক হচ্ছে ততক্ষন তাদের আন্দোলন জারি থাকবে। 

এদিকে অন্য এলাকার লোকজন প্রিপেইড মিটার রিচার্জ করতে এসে অফিস তালা অবস্থা থাকার কারনে নাজেহাল। 

বিদ্যুৎ পরিষেবা থেকে বঞ্চিত গ্রাহকদের মধ্যে এক প্রকার ক্ষোভের বহিঃপ্রকাশ লক্ষ করা গেছে।

আরো পড়ুন 



একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Close Menu