বিশালগড় বিজেপি মন্ডলের তরফে পালন করা হল ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ১২০তম জন্মবার্ষিকী- Sabuj Tripura

 

সবুজ ত্রিপুরা 
৭ জুলাই
বুধবার

বিশালগড় প্রতিনিধি:-সারা দেশের অন্যান্য রাজ্যের মত এই রাজ্যেও পালন করা হল ভারত কেশরী ডক্টর  শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের 

১২০তম জন্মবার্ষিকী। এদিন বিশালগড় বিজেপি মন্ডলের তরফে মুল অনুষ্ঠানটি আয়োজন করা হয়েছিল বিশালগড় মন্ডলের অন্তর্গত ২৭ 

নং বুথে। উপস্থিত ছিলেন উপমুখ্যমন্ত্রী জিষ্ণু দেববর্মণ, বিশালগড় মন্ডল সভাপতি সুশান্ত দেব সহ অন্যান্যরা। অনুষ্ঠানে বক্তব্য রাখতে 
গিয়ে উপমুখ্যমন্ত্রী বলেন, ২৫ বছর বামফ্রন্ট সরকার রাজ্যের মানুষকে ঠকিয়েছেন। তারা শুধুমাত্র ত্রিপুরা রাজ্যের মানুষকে 

ইনক্লাব জিন্দাবাদেই সীমাবদ্ধ রেখেছে। মিছিল-মিটিং, দাবি আদায়ের লড়াই সংগ্রাম ইত্যাদির কাহিনী শুনিয়েছে। রাজ্যের মানুষের প্রকৃত 

উন্নয়ন করার উদ্দেশ্য তাদের ছিল না। রাজ্যের বর্তমান সরকার রাজ্যের মানুষের উন্নয়নে দিবারাত্র কাজ করে যাচ্ছে, যার সুফল 

রাজ্যবাসী পাচ্ছে।এছাড়াও এদিন বক্তব্য রাখতে গিয়ে বিজেপি বিশালগড় মন্ডল সভাপতি সুশান্ত দেব ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির জীবনী বিস্তারিত আলোচনা করেন।

আরো পড়ুন 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Close Menu