সবুজ ত্রিপুরা
৭ জুলাই
বুধবার
৭ জুলাই
বুধবার
বক্সনগর প্রতিনিধি:-গতকাল সকাল ১০ ঘটিকায় বক্সনগর বাজারে সেবা হি সংগঠনের অঙ্গ হিসেবে ডঃ শ্যামাপ্রসাদ মুখার্জীর
জন্মজয়ন্তী উপলক্ষে ২০-বক্সনগর মন্ডলের উদ্যোগে যুব মোর্চার কার্যকর্তাদের নিয়ে বক্সনগর দশমী ঘাটে স্বচ্ছ ভারত অভিযান করা
হয়।এই কমসূচীতে উপস্হিত ছিলেন বক্সনগর মন্ডল সভাপতি শ্রী সুভাষ সাহা মহোদয়, মন্ডলের সহ-সভাপতি শ্রী শ্যামল কান্তি দাস
মহোদয়, বক্সনগর যুব মোর্চার মন্ডল সভাপতি শ্রী জিমূল হক মহোদয় এবং মন্ডল সদস্য সঞ্জয় দেবনাথ মহোদয় সহ যুব মোর্চার
কার্যকর্তাগণ।এই দিন যুব মোর্চার কার্যকর্তা দের কাজ দেখে সাধারণ মানুষ খুব উৎসাহিত হন ।যুব মোর্চার সভাপতি জীমুল হক বলেন যে এই ধরনের কাজ তারা সামনের দিনেও করবেন।
0 মন্তব্যসমূহ