অ্যাম্বুলেন্স থাকা সত্ত্বেও করোনা পজিটিভ দুই রোগী হাসপাতাল থেকে নিজ বাড়িতে গেলেন অটোরিক্সা করে - Sabuj Tripura News

Despite having an ambulance, two corona patients went home from the hospital by autorickshaw.

সবুজ ত্রিপুরা 
১ জুলাই
বৃহস্পতিবার

তেলিয়ামুড়া প্রতিনিধি:- তেলিয়ামুড়া মহকুমার মুঙ্গিয়াকামী আর ডি ব্লকের অধীনে নুনাছড়া এডিসি ভিলেজের প্রজা বাহাদুর মলসম পাড়ায় করোনা ভাইরাসের রোগী পাওয়া যায়। 

জ্বর নিয়ে তিন জন জনজাতি তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে আসেন চিকিৎসার পরিসেবা পাওয়ার জন্য। ঐ তিনজন হলেন ভক্তি জয় মলসম, বিদ্যাময় মলসম, আশীষ মলসম। 

তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে তাদের করোনা ভাইরাসের এন্টিজেন পরীক্ষা করা হলে দুজনের শরীরে করোনা পজেটিভ আসে। 

এবার তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে স্বাস্থ্য কর্মীদের উদাসীনতায় দুই করোনা আক্রান্ত রোগী হাসপাতাল থেকে ই-রিক্সা এবং অটোরিক্সা করে চাকমাঘাট যান। 

পরে চাকমাঘাট থেকে যাত্রীবাহী গাড়ি করে প্রজা বাহাদুর মলসম পাড়াতে যান নিজ বাড়িতে। হাসপাতালে তিনটি অ্যাম্বুলেন্স থাকা সত্ত্বেও দুই করোনা আক্রান্ত রোগীকে যাত্রীবাহী গাড়ি করে নিজ বাড়িতে যেতে হল। 

এতে করোনা ভাইরাসের গোষ্ঠী সংক্রমণ দেখা দেওয়ার আশঙ্কা থেকেই যাচ্ছে। অভিযোগ এই হাসপাতালে কিছু সংখ্যক স্বাস্থ্য কর্মীদের উদাসীনতার কারনেই এমনটা হচ্ছে।

আরো পড়ুন 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Close Menu