The Rotary Club honored the doctors of Tripura Medical College on the occasion of National Medical Day.
সবুজ ত্রিপুরা
১ জুলাই
বৃহস্পতিবার
বিশালগড় প্রতিনিধি:- জাতীয় চিকিৎসক দিবস উপলক্ষে হাপানিয়া স্থিত ত্রিপুরা মেডিক্যাল কলেজের সমস্ত চিকিৎসকদের সম্মান জানালো আগরতলা শহরের রোটারি ক্লাবের সদস্যরা।
রোটারি ক্লাবের সম্পাদক ডঃ একে চাকমা জানান, এই বৃহস্পতিবার দিনটি চিকিৎসক দিবস সাথে ক্লাবের বর্ষপূর্তী অনুষ্ঠান।
তাই এই মহামারিতে যারা পরিবার ছেড়ে এসে প্রথম সারীর যোদ্ধা হিসেবে কাজ করছেন।
জাতীয় চিকিৎসক দিবস উপলক্ষে হাপানিয়া হাসপাতালের সমস্ত চিকিৎসকদের মধ্যে ক্লাবের সদস্যরা মিষ্টি মুখ করিয়ে চিকিৎসকদের সম্মান জানান।
এদিন উপস্থিত ছিলেন ক্লাবের সভাপতি বিপ্লব নাথ ও হাপানিয়া হাসপাতালের মেডিক্যাল সুপারেন্টেন্ড অরিন্দম দত্ত সহ অনান্যরা।
আরো পড়ুন
0 মন্তব্যসমূহ