তেলিয়ামুড়া পুর পরিষদের সৌন্দর্যায়ন এবং উন্নতিকল্পে এ.ডি.বির ১১০ কোটি টাকা - Sabuj Tripura

 

সবুজ ত্রিপুরা 
৭ জুলাই
বৃহস্পতিবার

তেলিয়ামুড়া প্রতিনিধি:- এ.ডি.বি অর্থাৎ এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক থেকে ১১০ কোটি টাকার একটি প্রকল্প পেয়েছে তেলিয়ামুড়া পুরো পরিষদ। এই ১১০ কোটি টাকা ব্যায় করা হবে তেলিয়ামুড়া পুর 


পরিষদের ১৫ টি ওয়ার্ডে সৌন্দর্যায়ন এবং উন্নতিকল্পে। এরই অঙ্গ হিসাবে বুধবার তেলিয়ামুড়া পুরো পরিষদের প্রাক্তন পৌর পিতা

নীতিন কুমার সাহা, ইঞ্জিনিয়ার এবং ১১ নং ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর প্রদীপ ধর সহ বিশেষজ্ঞদের এক প্রতিনিধি  দল 
তেলিয়ামুড়া পুর এলাকার উন্নতি কল্পে বিভিন্ন এলাকা পরিদর্শন করেন। তেলিয়ামুড়া শহরকে কিভাবে ঢেলে সাজানো যায় সেই 

লক্ষ্যকে সামনে রেখে বুধবারের এই পরিদর্শন।তেলিয়ামুড়া পুর এলাকার উন্নয়নের ক্ষেত্রে একগুচ্ছ প্রকল্প হাতে নেওয়া হয়েছে। এর 
মধ্যে উল্লেখ্য তেলিয়ামুড়া সারদাময়ী বিদ্যাপীঠের পেছনে যে ক্যাম্পের মাঠ রয়েছে তাতে ইনডোর স্টেডিয়াম তৈরি করা হবে।
 

সেই কারণে সেই জায়গাটি ও পরিদর্শন করা হয় বুধবার। তাছাড়া ডি.এম কলোনি এলাকা থেকে শিববাড়ি পর্যন্ত জাতীয় সড়কের ডান 

এবং বাম দিকে পাকা মজবুত ড্রেন নির্মাণ করা হবে। সেই কারণে এই জায়গাগুলো পরিদর্শন করা হয় বুধবার। এতে করে তেলিয়ামুড়া 

বাজারের যে ড্রেনের সমস্যা রয়েছে তা নির্মূল করা সম্ভব হবে। এ প্রসঙ্গে বলতে গিয়ে তেলিয়ামুড়া পুরো পরিষদের প্রাক্তন পৌর পিতা 
নীতিন কুমার সাহা বলেন তেলিয়ামুড়া পৌর পরিষদের উন্নতিকল্পে এত বড়ো অঙ্কের টাকা তেলিয়ামুড়া পুরো পরিষদ এর আগে কখনো 

পাইনি।এই ১১০ কোটি টাকা দিয়ে তেলিয়ামুড়া পুর পরিষদের যে মৌলিক চাহিদা গুলো রয়েছে সেগুলো পূরণ করার চেষ্টা করব। এখন 

জায়গা ভেরিফিকেশন চলছে, আগামী দু-তিন মাসের মধ্যে তেলিয়ামুড়া পুরো পরিষদ কে ঢেলে সাজানোর কাজ শুরু হয়ে যাবে। তাছাড়া 

তিনি আরো বলেন,এক বছরের মধ্যে তেলিয়ামুড়ার যে চেহারা রয়েছে তা অনেকটাই বদলে যাবে। আগামী প্রজন্মের কাছে একটি সুস্থ 

তেলিয়ামুড়া, সুন্দর তেলিয়ামুড়া উপহার দিতে চলেছে তেলিয়ামুড়া পুর পরিষদ। এর সমস্ত কৃতিত্বই তেলিয়ামুড়া বিধায়িকা কল্যাণী 


রায়ের। তাছাড়া এ প্রসঙ্গে বলতে গিয়ে এই প্রজেক্টের এক আধিকারিক জানান এ.ডি.বি থেকে যে নতুন প্রকল্পের কাজ শুরু হবে 
তেলিয়ামুড়ায় তার মধ্যে ওয়াটার সাপ্লাই ট্রিটমেন্ট প্লান্ট, তেলিয়ামুড়া বাজার, বাজারের উন্নয়ন, ড্রেন ইত্যাদি বিষয় গুলোতে অন্তর্ভুক্ত

করার জন্য কোন কোন জায়গা গুলো উপযুক্ত সেই জায়গাগুলো বুধবার পরিদর্শনের মধ্য দিয়ে চিহ্নিত করা হয়।


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Close Menu