কোভিদ ভ্যাকসিন নেওয়ার জন্য চরিলামের দুইটি বিদ্যালয়ে ব্যাপক ভিড় - Sabuj Tripura

 

সবুজ ত্রিপুরা 
৭ জুলাই
বৃহস্পতিবার

বিশালগড় প্রতিনিধি:- দক্ষিণ চরিলাম গ্রাম পঞ্চায়েত এবং উত্তর চড়িলাম গ্রাম পঞ্চায়েত কে ১০০ শতাংশ কোভিদ ভ্যাকসিন সম্পন্ন করার লক্ষে বৃহস্পতিবার দক্ষিণ চড়িলাম গ্রাম পঞ্চায়েতের উপস্বাস্থ্য 
কেন্দ্রের অধীন দক্ষিণ চরিলাম উচ্চ বিদ্যালয়ে কোভিদ টিকাকরণের জন্য ১৮ থেকে ৪৪বছর উর্ধে নাগরিকরা ভ্যাকসিন নেওয়ার জন্য আজ 

সকাল থেকে ব্যাপক ভিড় জমান। যদিও মাইক যোগে দক্ষিণ চরিলাম গ্রাম পঞ্চায়েত থেকে বুধবার মাইকযোগে প্রচার করা হয়েছিল ১০০ শতাংশ 


কোভিদ ভ্যাকসিন নেওয়ার লক্ষ্যে আজ শেষ দিন। ১৮ উর্ধে নাগরিকদের আর কোভিদ ভ্যাকসিন দেওয়া হবে না ,সেই লক্ষ্যেই 

আজ দক্ষিণ চরিলাম গ্রাম পঞ্চায়েতের অধীন দক্ষিণ চরিলাম উচ্চ বিদ্যালয় সকাল থেকে কোভিদ ভ্যাকসিন নেওয়ার জন্য পুরুষ 
মহিলা যুবক-যুবতী সকলেরই ভীর লক্ষ কর যায়। একটা সময়ে  কোভিদ ভ্যাকসিন দেওয়ার কাজে নিয়োজিত স্বাস্থ্যকর্মীদের টিকা 


দিতে হিমশিম খেতে হয়েছে। ঠিক অনুরূপভাবে চরিলাম দ্বাদশ শ্রেণী বিদ্যালয় উত্তর চরিলাম গ্রাম পঞ্চায়েতের অধীন 
উপস্বাস্থ্য কেন্দ্রের তত্ত্বাবধানে চরিলাম দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে কোভিদ টিকাকরণ শিবির অনুষ্ঠিত হয়। টিকাকরণ শিবিরে সকাল থেকে ১৮ 
উর্ধে নাগরিকদের ভিড় ছিল লক্ষণীয়। চরিলাম ব্লকের দক্ষিণ চরিলাম গ্রাম পঞ্চায়েত এবং উত্তর চড়িলাম গ্রাম পঞ্চায়েতে দুইটি জায়গাতেই টিকাকরণ শিবিরে ব্যাপক ভিড় লক্ষ করা গেছে।

আরো পড়ুন 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Close Menu