The important decision to improve the IT network of the state is in the cabinet.
সবুজ ত্রিপুরা
২৫ জুন
শুক্রবার
বিশেষ প্রতিনিধি:- রাজ্যে নতুন প্রজন্মের জন্য নিউ জেনারেশন ইনোভেশন নেটওয়ার্ক প্রকল্প শুরুর অনুমোদন পেয়েছে। তথ্যপ্রযুক্তি
শিল্পের সঙ্গে যুক্ত রাজ্যের নতুন প্রজন্ম ও আইটি স্টার্ট-আপগুলিকে উন্নতি করতে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে রাজ্য মন্ত্রিসভা। মুখ্যমন্ত্রী
সামাজিক মাধ্যমে এই সংবাদটি জানিয়েছেন।
এই প্রকল্পের মাধ্যমে ত্রিপুরার শিক্ষা প্রতিষ্ঠান গুলিতে পড়ুয়াদের উদ্ভাবনী শক্তি বিকাশের জন্য যথাযথ পরিবেশ তৈরি করার উদ্যোগ
নেওয়া হবে। ছাত্রছাত্রীরা স্থানীয় সমস্যাকে চিহ্নিতকরণ করবে এবং তা সমাধানের জন্য প্রযুক্তিগত সমাধান বের করার জন্য তাদের
উৎসাহিত করা হবে।
প্রথমে রাজ্যের সমস্ত টেকনিক্যাল ইনস্টিটিউশনে এই প্রকল্প লাগু হবে। পরবর্তীতে পলিটেকনিক ইনস্টিটিউট ও সরকারি ডিগ্রি
কলেজে তা বাস্তবায়িত করা হবে। যে যে শিক্ষা প্রতিষ্ঠান এই স্কিম লাগু করতে উদ্যোগী হবে তাদের পরিকাঠামো নির্মাণের জন্য তথ্য
প্রযুক্তি দপ্তর এককালীন ১০ লক্ষ টাকা দেবে।
তথ্য প্রযুক্তি ক্ষেত্রের বিকাশে এই প্রকল্প হয়ে উঠবে এক নতুন মাইলস্টোন। রাজ্য সরকার আত্মনির্ভর ত্রিপুরা গড়ে তোলার সংকল্প নিয়ে পথ চলছে।
এই প্রকল্প সেই স্বপ্ন সফল করার গতিকে আরও তরান্ধিত করবে। তথ্যপ্রযুক্তির বিকাশের জন্য রাজ্যে সমস্ত ব্যবস্থা রয়েছে।
ত্রিপুরার বহু মেধা অন্য রাজ্যে এই ক্ষেত্রে যোগ্যতার সঙ্গে কাজ করছেন। মুখ্যমন্ত্রী তাদের রাজ্যে যে ক্ষেত্র প্রস্তুত হচ্ছে তাতে অংশ
নেবার জন্যে বলেন। তিনি এও বলেন এই কাজে সরকার সমস্ত সহায়তা করবে।
0 মন্তব্যসমূহ