মুখ্যমন্ত্রী ফসল বীমা যোজনার আওতায় ৭,১৭৩ জন কৃষক - Sabuj Tripura News

7173 farmers under Chief Minister's Crop Insurance Scheme.

সবুজ ত্রিপুরা 
২৫ জুন 
শুক্রবার

বিশেষ প্রতিনিধি:- রাজ্যে ভারতীয় জনতা পার্টি আসার পর কৃষকদের স্বার্থে অনেক ধরনের প্রকল্প শুরু করেছে। রাজ্যের সাথে সাথে দেশের

 কৃষকদের সুবিধার্থে শুরু হয়েছে কিষান সম্মান নিধি। 

এই কিষান সম্মান নিধি প্রকল্পের মাধ্যমে ব্যাংক অ্যাকাউন্টে কিষানরা নিয়মিত টাকা পাচ্ছেন। এরই অঙ্গ হিসাবে গতকাল 

কৃষিকাজে কৃষকদের উৎসাহ যোগানোর লক্ষ্যে গত ২০২০-২১ অর্থবর্ষের খারিফ মরশুমে মোহনভোগ কৃষি মহকুমা অঞ্চলের মোট 

৭ হাজার ১৭৩ জন কৃষককে মুখ্যমন্ত্রী ফসল বীমা যোজনার আওতায় আনা হয়েছে। 

এরমধ্যে মোহনভোগ ব্লক এলাকার ২ হাজার ৬৪৩ জন কৃষক এবং নলছড় ব্লক এলাকার ৪ হাজার ৫৩০ জন কৃষক রয়েছেন। 

তাছাড়া একই অর্থবর্ষের রবি মরশুমে এই কৃষি মহকুমা অঞ্চলের মোট ২ হাজার ২০৭ জন কৃষককে প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনার 

আওতায় আনা হয়েছে। 

এরমধ্যে মোহনভোগ ব্লক এলাকার ১ হাজার ৫২ জন কৃষক এবং নলছড় ব্লক এলাকার ১ হাজার ১৫৫ জন কৃষক এই প্রকল্পের সুবিধা 

ভোগ করে থাকেন।

আরো পড়ুন 


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Close Menu