পানিসাগরে মুখ্যমন্ত্রী স্বনির্ভর পরিবার যোজনায় সবজীর বীজ ও ফলের চারা বিতরন - Sabuj Tripura News

Distribution of vegetable seeds and fruit saplings under CM Swanirvar Parivar Yojana in Panisagar.

সবুজ ত্রিপুরা 
২৫ জুন 
শুক্রবার

বিশেষ প্রতিনিধি:- মুখ্যমন্ত্রী স্বনির্ভর পরিবার যোজনায় কৃষি ও কৃষক কল্যাণ দপ্তরের উদ্যোগে পানিসাগর ব্লক ভিত্তিক সবজীর বীজ ও 

ফলের চারা বিতরন কর্মসূচির সূচনা করা হয়। 

ব্লক অন্তর্গত অগ্নিপাশা গ্রাম পঞ্চায়েত কার্যালয় প্রাঙ্গণে এই অনুষ্ঠানের সূচনা করেন বিধায়ক বিণয়ভূষণ দাস। তাছাড়াও অনুষ্ঠানে 

উপস্থিত ছিলেন উত্তর ত্রিপুরা জিলা পরিষদের সভাধিপতি ভবতোষ দাস। 

এছাড়া ঐ দিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পানিসাগর পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান সঞ্জয় দাস, পানিসাগর ব্লকের সমষ্টি উন্নয়ন 

আধিকারিক হোমাগ্নি ভট্টাচাৰ্য, পানিসাগর মহকুমা কৃষি তত্ত্বাবধায়ক চন্দন দেববর্মা প্রমুখ। 

এই অনুষ্ঠানে ব্লক এলাকার ২০ জন সুবিধাভোগীর মধ্যে বিভিন্ন প্রকার সবজীর বীজ এবং ফলের বীজ ও চারা বিতরন করা হয়। 

তাছাড়া ঐ দিনের অনুষ্ঠানে বন দপ্তরের পক্ষ থেকে একই যোজনায় গ্রাম পঞ্চায়েতের আরও অনেক সুবিধাভোগীর মধ্যে বিভিন্ন প্রকার 

ফলের চারা বিতরন করা হয়। 

এই প্রকল্পে কৃষি ও কৃষক কল্যাণ দপ্তরের উদ্যোগে পানিসাগর ব্লক এলাকার মোট ২ হাজার ১৪২ জন সুবিধা ভোগীর মধ্যে সবজীর বীজ 

এবং ফলের বীজ ও চারা বিতরন করা হবে।

আরো পড়ুন 


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Close Menu