Sepahijala Child Line and Bishalgarh Police rescue minor girl and youth.
সবুজ ত্রিপুরা
২৪ জুন
বৃহস্পতিবার
বিশালগড় প্রতিনিধি:- বুধবার বিকালে বিশালগড় মহিলা থানার পুলিশ এবং চাইল্ড লাইন সিপাহীজলা জেলার যৌথ উদ্যোগে এক নাবালিকা মেয়ে এবং যুবককে উদ্ধার করে নিয়ে আসেন মহিলা থানায়।
পশ্চিম লক্ষীবিল এলাকার জমির হোসেন বাবা আলী হোসেন, সে মহারানী এলাকা থেকে মেয়েটিকে তুলে নিয়ে আসে বিশালগড় থানাধিন পশ্চিম লক্ষীবিল এলাকায়।
গতকাল সিপাহীজলা চাইল্ড লাইন ও বিশালগড় মহিলা থানার যৌথ উদ্যোগে অভিযান চালিয়ে পশ্চিম লক্ষীবিল জমির হোসেনের বাড়ি থেকে নাবালিকা মেয়েটিকে উদ্ধার করে বিশালগড় মহিলা থানা নিয়ে আসেন।
চাইল্ড লাইন সিপাহীজলা জেলায় গত মঙ্গলবার একটি ফোন আসে, সেই ফোনের ভিত্তিতে চাইল্ড লাইন সিপাহিজলার সদস্যরা গতকাল মহিলা থানা পুলিশের সহযোগিতা নিয়ে একটি ঘর থেকে যুবক জমির হোসেন এবং নাবালিকা মেয়েটিকে উদ্ধার করে বিশালগড় মহিলা থানায় নিয়ে আসেন।
পশ্চিম লক্ষীবিল এলাকার যুবক জমির হোসেন বেশ কয়েকটি মেয়েকে এইভাবে বাড়িতে এনে বেশ কয়েকদিন রেখে ছেড়ে দিত বলে অভিযোগ এলাকাবাসীদের।
0 মন্তব্যসমূহ