রাতে বাড়ি যাওয়ার পথে বাইক দুর্ঘটনায় ঘটনাস্থলে মৃত্যু বাইক চালকের - Sabuj Tripura News

Biker died on the spot in a horrific vehicle accident.

সবুজ ত্রিপুরা 
২৬ জুন 
শনিবার

বিশেষ প্রতিনিধি:- যান দুর্ঘটনায় মৃত এক বাইক চালক, মৃত ব্যক্তির নাম রাজেশ ঘোষ। শুক্রবার রাতে উদয়পুর রাধা কিশোরপুর থানাধীন

খিলপাড়া ভাঙ্গারপাড় বাজারে দাঁড়িয়ে থাকা একটি ট্রাক গাড়ির পেছন দিকে ঢুকে রাজেশ ঘোষ নামে জনৈক এক বাইক চালক দুর্ঘটনাগ্রস্ত হয়ে প্রান হারান। 

মৃত রাজেশ ঘোষের বাড়ি খিলপাড়া এলাকায়। উনি উদয়পুরের একটি বেসরকারি প্যাথলজি ল্যাব এর ল্যাব টেকনিশিয়ান পদে কর্মরত ছিলেন। 

রাতে ডিউটি শেষে বাড়ি যাওয়ার সময় ঘটে এই বিপত্তি বলে সকলের অনুমান। 

ভোরবেলা স্থানীয় মানুষ যখন প্রাত ভ্রমনে বের হয় তখন প্রত্যক্ষদর্শীদের নজরে পড়ে এই যান দুর্ঘটনা। 

পরবর্তীতে খবর দেওয়া হয় রাধাকিশোরপুর থানায়। খবর পেয়ে রাধাকিশোরপুর থানার পুলিশ ঘটনাস্থলে দ্রুত ছুটে আসে। 

এরপর মৃতদেহটি উদ্ধার করে এম্বুলেন্সে করে ময়না তদন্তের জন্য নিয়ে যাওয়া হয় গোমতী জেলা হাসপাতালে। এই মর্মে ঘটনার তদন্ত নেমেছেন রাধাকিশোরপুর থানার এসআই দেবব্রত সিনহা। 

ধারনা করা হচ্ছে রাতে ডিউটি শেষে বাড়ি ফেরার সময় রাস্তায় দাড়িয়ে থাকা গাড়িটি দেখতে না পেয়ে একেবারে গাড়ির পেছনে ঢুকে

 পড়ে দুর্ঘটনাগ্রস্ত হয়ে ঘটনাস্থলেই মৃত্যু হয় উনার। এদিকে মর্মান্তিক এই ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে গোটা এলাকায়।

আরো পড়ুন 


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Close Menu