তেলিয়ামুড়া ও করিমগঞ্জ পুলিশের সহায়তায় আসামের কালিয়াগঞ্জ থেকে উদ্ধার তেলিয়ামুড়া এক গৃহবধূ - Sabuj Tripura News

A housewife rescued from Kaliaganj in Assam with the help of Teliamura and Karimganj police.

সবুজ ত্রিপুরা 
২৫ জুন 
শুক্রবার

তেলিয়ামুড়া প্রতিনিধি:- তেলিয়ামুড়া থানার পুলিশের তৎপরতায় ও করিমগঞ্জ পুলিশের সহায়তায় আসামের কালিয়াগঞ্জ থেকে উদ্ধার 

হল তেলিয়ামুড়ার এক গৃহবধূ। ঘটনায় জানা যায়, গত ১৪ জুন বহিঃরাজ্যের এক প্রতারক পাটি বিক্রেতা ঐ তরুণী গৃহবধূকে 

প্রলোভন দেখিয়ে তেলিয়ামুড়া থানাধীন মহারানীপুর এলাকা থেকে অপহরণ করে আসামের কালিয়াগঞ্জ নিয়ে যায়। 

ঐ গৃহবধূর পরিবারের লোকজন অনেক খোঁজাখুঁজির পরে শেষ মেষ গত ১৯ শে জুন তেলিয়ামুড়া থানায় অপহৃতার বোন লিখিত 

অভিযোগ করার পর তেলিয়ামুড়া থানার ওসি নাড়ুগোপাল দেবের বিশেষ তৎপরতায় এবং তদন্তকারী অফিসার বিদ্যেশ্বর সিনহার 

নেতৃত্বে তেলিয়ামুড়া থানার পুলিশ ও করিমগঞ্জ পুলিশের সহায়তায় অপহৃতা গৃহবধূকে তেলিয়ামুড়া থানার পুলিশ বৃহস্পতিবার ত্রিপুরায় নিয়ে আসেন। 

বৃহস্পতিবারই তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে গৃহবধূর মেডিকেল টেস্ট করানো হয়। এবং আজ মহিলার জবানবন্দি রেকর্ডিং এর জন্য 

খোয়াই আদালতে নিয়ে যাওয়া হবে বলে এমনটাই জানিয়েছে থানার ওসি নাড়ুগোপাল দেব। অভিযোগে জানা যায়, করিমগঞ্জের 

কালিয়াগঞ্জ থানার অন্তর্গত বাগবাড়ি গ্রামের বাসিন্দা মহিউদ্দিন পেশায় একজন পাটি বিক্রেতা। 

তেলিয়ামুড়া করইলং গ্রামের জনৈক হরিজন দাসের বাড়িতে অন্য পাটি বিক্রেতারদের সাথে ভাড়াটিয়া হিসেবে থাকতো মহিউদ্দিন। 

সেই সুবাদে তেলিয়ামুড়া থানাধীন মহারানীপুর এলাকার জনৈক বাসিন্দার স্বামী পরিত্যাক্তা বধুর সাথে পরিচয় হয় ঐ পাটি বিক্রেতার। 

অভিযোগ গত ১৯শে জুন বাড়ির অন্যান্য সদস্যদের অনুপস্থিতিতে মহিউদ্দিন ঐ গৃহবধূকে ফুসলিয়ে অপহরণ করে নিয়ে যায়। 

যাবার সময় ঘর থেকে নগদ ৩৫,০০০ টাকা সহ অন্যান্য অলংকার নিয়ে যায় মহিউদ্দিন। বাড়ির লোকজন পাঁচ দিন যাবত খোঁজাখুঁজি 

করে মহিউদ্দিনের ভাই তথা আরেক পাটি বিক্রেতার কাছ থেকে ঐসব খবর জানতে পেরে ১৯শে জুন তেলিয়ামুড়া থানায় লিখিত 

অভিযোগ দায়ের করেন। অভিযোগ পেয়ে তেলিয়ামুড়া থানার ওসি নাড়ু গোপাল দেব মহিউদ্দিনের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩৬৬নং ধারায় মামলা নিয়ে তদন্ত শুরু করেন। 

যার মামলা নম্বর ৭৪/টিএলএমপিএস/২০২১। খোঁজাখুঁজি করে শেষমেষ তেলিয়ামুড়া থানার পুলিশ উদ্ধার করতে সক্ষম হয় 

অপহৃতা গৃহবধূকে। তবে তেলিয়ামুড়া থানার ওসি নাড়ুগোপাল দেব জানিয়েছেন, মহিউদ্দিনকে উদ্ধার করা সম্ভব হয়নি।

আরো পড়ুন 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Close Menu