নির্জন রাস্তায় বাইক থামিয়ে স্ত্রী-কে মারধর করে সন্তানকে নিয়ে পালিয়ে আসে স্বামী , থানায় মামলা - Sabuj Tripura News

Attempt to kill wife with sharp weapon at father-in-law's house, written complaint to police.

সবুজ ত্রিপুরা 
২৫ জুন 
শুক্রবার

পানিসাগর প্রতিনিধি:- উওর জেলার কাঞ্চনপুর ডাইনছড়া এডিসি ভিলেজের কর্ণজয় পাড়ার বাসিন্দা জয় দীপ নাথ নিজের স্ত্রীকে অনেকদিন যাবৎ নেশাগ্রস্থ অবস্থায় শারিরীক ভাবে নির্যাতন করে আসছে বলে অভিযোগ। জয়দীপের স্ত্রী মঞ্জু নাথ অভিযোগ করেন তাকে যখন তখন ওর স্বামী নেশাগ্রস্ত অবস্থায় বিভিন্ন ভাবে অত্যাচার করত। 

তবে বিগত ১৩ জুনে স্বামী কতৃক অত্যাচারের সীমা চুড়ান্ত আকার ধারণ করে। অত্যাচারে অতিষ্ট হয়ে মঞ্জু উনার এক বছরের শিশু 

সন্তানকে নিয়ে আনন্দবাজার স্থিত বাবার বাড়িতে চলে যান। কিন্ত এতেও জয়দীপের হাত থেকে রেহাই পায়নি ওর স্ত্রী। ঐ দিন দুপুর 

বেলাতে জয়দীপ আনন্দবাজার স্থিত শ্বশুর বাড়িতে গিয়ে স্ত্রীকে ধারালো অস্ত্র দিয়ে প্রানে মারার চেষ্টা করে। অবস্থার বেগতিক দেখে মঞ্জুর বাবার বাড়ির লোকজন আনন্দবাজার থানায় খবর দেন। 

খবর পাওয়া পর পুলিশ গিয়ে জয়দীপকে আটক করে আনন্দবাজার থানায় নিয়ে আসে। পরিশেষে জয় দীপ তার ভুল বুঝতে পেরে 

আনন্দবাজার থানায় ক্ষমা চায় এবং ওর স্ত্রীকে আর মারধর করবে না বলে স্বীকার করে। থানা থেকে মুক্ত হয়ে স্ত্রী ও সন্তানকে নিয়ে বাইকে 

করে নিয়ে আসার পথে কিছুটা এগিয়ে এসে রাস্তার মধ্যে বাইক থামিয়ে স্ত্রী-কে মারধর করে ফেলে সন্তানকে নিয়ে পালিয়ে আসে। 

এই বিষয়টি নিয়ে মঞ্জু নাথ স্বামী জয়দীপ সহ শ্বশুরবাড়ি চারজনের বিরুদ্ধে কাঞ্চনপুর থানায় লিখিত অভিযোগ দায়ের 

করেন। পাশাপাশি বিষয়টি কাঞ্চনপুর সিডিপিও অফিসে লিখিতভাবে জানানো হয়।

এই মর্মে আজ কাঞ্চনপুর থানার ওসি সমীর রায় এবং দশদা সিডিপিও সহ যৌথ অভিযান চালিয়ে জয়দীপ এর বাড়ি থেকে শিশুটিকে উদ্ধার 

করে আইনগত প্রক্রিয়া সেরে ওর মায়ের হাতে তুলে দেন। স্বামী কতৃক নির্যাতিতা মঞ্জু নাথ স্থানীয় সংবাদ মাধ্যমের কাছে আর্জি 

জানান প্রশাসন যেন সঠিক তদন্ত সাপেক্ষে ওর স্বামীর উপযুক্ত শাস্তি বিধানের ব্যাবস্থা গ্রহন করেন।

আরো পড়ুন 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Close Menu