সবুজ ত্রিপুরা স্বামীকে চাই আবার প্রেমিকের কাছ থেকেও দূরে সরে থাকতে পারছেন না স্ত্রী । এই সমস্যা মেটাতে একসঙ্গে একি বাড়িতে স্বামী ও প্রেমিকের সাথে থাকার প্রস্তাব দিলেন বধূ। এমনি এক ঘটনা ঘটেছে উত্তর প্রদেশের গোরক্ষপুরে।
কিছু দিন পূর্বে স্বামী স্ত্রীর এই বিবাহ বহির্ভূত সম্পর্কের কথা জানতে পারেন এবং তিনি হাতেনাতে স্ত্রী ও তাঁর প্রেমিককে ধরে ফেলেন। এবং তাতে স্বামী-স্ত্রীর মধ্যে তুমুল অশান্তি শুরু হয়।
ওই মহিলা দাবি করেন, প্রেমিকও থাকুক বাড়িতে। তাহলে সংসার চালাতে সাহায্য করতে পারবে। স্বামী এই দাবি মানেননি। রাগে বাড়ি ছেড়ে চলে যান।
Video Credit source: Twitter
এদিকে, স্বামীকে মানাতে ওই মহিলা সোজা বিদ্যুতের খুঁটিতে উঠে পড়েন। মহিলাকে দেখতে ভিড় জমান স্থানীয় গ্রামের বাসিন্দারা। মহিলাকে বোঝানোর চেষ্টা করেন সকলে, কিন্তু ওই মহিলাও নাছোড়।
হাইটেনশন তারে বিদ্যুৎস্পৃষ্ট হতে পারেন, এই ভয়ে গ্রামের বাসিন্দার বিদ্যুৎদপ্তরে খবর দিলে বিদ্যুৎদপ্তর বিদ্যুৎ সংযোগও বিচ্ছিন্ন করে । শেষ অবধি পুলিশ দীর্ঘক্ষণ বোঝানোর পর নেমে আসেন মহিলা।
আরপড়ুন : পয়লা এপ্রিল থেকে চালু নয়া আয়কর নীতি, দেখেনিন কী কী থাকছে এই ব্যবস্থায়?
0 মন্তব্যসমূহ