দশরথ দেব স্পোর্টস কমপ্লেক্স পরিদর্শনে ত্রিপুরার রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নান্নু (Tripura Governor Shri Indrasena Reddy Nallu)– সবুজ ত্রিপুরা

Tripura Governor Shri Indrasena Reddy Nallu visits Dasharath Dev Sports Complex.

সবুজ ত্রিপুরাঃ(Agartala 5 April 2024) ত্রিপুরার রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নান্নু (Indrasena Reddy Nallu) আজ সন্ধ্যায় বাধারঘাটস্থিত দশরথ দেব স্পোর্টস কমপ্লেক্সটি পরিদর্শন করেন। সেখানে রাজ্যপালকে স্বাগত জানান যুব বিষয়ক ক্রীড়া দপ্তরের অধিকর্তা এস বি নাথ।


রাজ্যপাল কমপ্লেক্সের ট্যাক অ্যান্ড ফিল্ড গ্রাউন্ড, হকি মাঠ, টেনিস কোর্ট, টেনিস সেন্টার, হ্যান্ডবল কোর্ট, ইন্ডোর জিমন্যাসিয়াম, রাইমা সুইমিং পুল পরিদর্শন করেন।

 

সেখানে পরিদর্শনকালে রাজ্যপাল শিক্ষক, কোচ, স্পোর্টস স্কুলের আধিকারিক এবং ছাত্রছাত্রীদের সঙ্গে কথাবার্তা বলেন।

 

সেখানে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে রাজ্যপাল এই সেন্টারে যে সমস্ত সুযোগ সুবিধা রয়েছে তার সঠিকভাবে কাজে লাগানোর জন্য খেলাধুলার সঙ্গে যারা যুক্ত তাদের প্রতি আহ্বান জানিয়েছেন।

 


রাজ্যপালের পরিদর্শনের সময় স্পোর্টস কমপ্লেক্সে উপস্থিত ছিলেন রাজ্যপালের উপসচিব রতন ভৌমিক এবং যুব বিষয়ক ক্রীড়া দপ্তরের আধিকারিকগণ।

 

আর পড়ুন ঃ স্বামী ও বয়ফ্রেন্ড দুজনকেইচাই !একই বাড়িতে থাকার দাবিতে বিদ্যুতের খুঁটিতে চড়লেন গৃহবধূ। দেখুন সেই ভাইরালভিডিয়ো।

 

আর পড়ুন ওয়ানাডে আসনে সিপিআই এর বিরুদ্ধে রাহুলগান্ধীর প্রতিদ্বন্দ্বিতার তীব্র বিরুধিতা করলেন সিপিএমের মুখ্যমন্ত্রী



একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Close Menu