বিজ্ঞান শিক্ষকদের নিয়মিত করার সিদ্ধান্তকে অভিনন্দন জানাতে তেলিয়ামুড়ায় সুবিশাল র‍্যালি - Sabuj Tripura News

A huge rally in Teliamura to congratulate the decision to regularize science teachers.

সবুজ ত্রিপুরা 
৫ জুলাই
সোমবার

তেলিয়ামুড়া প্রতিনিধি:- গত ২৫ বছরের বামফ্রন্ট সরকার রাজ্যবাসীর কাছে বঞ্চনার সরকার নামে পরিচিত ছিল। এই সরকার শুধু রাজ্যবাসীকে দিয়ে গেছে বঞ্চনার গ্লানি। 

২০১২ বিজ্ঞান শিক্ষকদের রাজ্য সরকার কতৃক নিয়মিত করে দেওয়ার সিদ্ধান্ত কে অভিনন্দন এবং ধন্যবাদ জানিয়েছেন তেলিয়ামুড়া বাসী।  

রাজ্য সরকারকে ধন্যবাদ জ্ঞাপন ও প্লে-কার্ড হাতে নিয়ে র‍্যালিতে অংশ গ্ৰহন করে এমনটাই জানালেন তেলিয়ামুড়া বিধানসভা কেন্দ্রের বিধায়িকা তথা রাজ্য সরকারের মুখ্য সচেতক কল্যাণী রায়। 

রবিবার বেলা ১১ টা নাগাদ তেলিয়ামুড়া শহরের প্রাণকেন্দ্র বলে পরিচিত অম্পি চৌমুহনী থেকে এক সুবিশাল ধন্যবাদ জ্ঞাপন রালী অনুষ্ঠিত হয়। বর্তমান করোনা পরিস্থিতিকে মান্যতা দিয়ে। 

এই র‍্যালিতে শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে তেলিয়ামুড়ার অম্পি চৌমুহনীতে এসে শেষ হয়। তবে এই সুবিশাল ধন্যবাদ সূচক র‍্যালিটি ছিল চেয়ে থাকার মতো।

আরো পড়ুন 


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Close Menu